Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেলে আমাকে ডিজিটাল মাধ্যমে পরিচয় করিয়ে দিয়েছে : উদিত নারায়ণ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

গায়ক উদিত নারায়ণ তাকে সঙ্গীতের ডিজিটাল মাধ্যমে পরিচয় করিয়ে দিয়েছে বলে তার ছেলে গায়ক-উপস্থাপক আদিত্য নারায়ণকে কৃতজ্ঞতা জানিয়েছেন। চার দশক বলিউডে সফলভাবে প্লেব্যাক করার পর উদিত ডিজিটাল মাধ্যমে পা রেখেছেন। স¤প্রতি তার গাওয়া ‘তেরে বাগেয়ের’ গানটি ইউটিউবে মুক্তি পায়। “আমার ছেলের কাচে শুধু আমার এই প্রত্যাশা পৌঁছে দিতে হয়েছে যে আমি ডিজিটাল মাধ্যমে একজন মুক্ত শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেতে চাই। আমার জানার আগেই সে সব তৈরি করে ফেলে। রেকর্ড লেবেল, সোশাল মিডিয়া, গান, মিউজিক ভিডিও সব। আমাকে শুধু তার বাড়ির স্টুডিওতে এসে ‘তেরে বাগেয়ের’ গানটি রেকর্ড করতে হয়েছে,” উদিত বলেন। “আমি গর্বের সঙ্গে বলতে পারি এই স্বজনপ্রীতির সময়, আমার ছেলে আমাকে ডিজিটাল মাধ্যমে পরিচয় করিয়ে দিয়েছে, বিশ্বাস করুন সে নিজের আয় করা অর্থ দিয়ে সব করেছে। আমি তোমাকে ভালবাসি আর তুমার জন্য গর্বিত, বেটা,” তিনি আরও বলেন।‘তেরে বাগেয়ের’ গানটি প্রশান্ত ইঙ্গোলের কথায় সুর দিয়েছেন শ্রেয়াস পুরাণিক। মিউজিক ভিডিওতে উদিত অংশ নিয়েছেন। পদ্ম ভূষণপ্রাপ্ত উদিত নারায়ণ গাইবার জন্য তিনবার আর প্রযোজনার জন্য একবার ভারতের জাতীয় পুরস্কার পেয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিনোদন

১৬ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ