Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাদা’র কথা ও সুরে নাতনীর প্রথম গান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনীকার গাজী মাজহারুল আনোয়ারের নাতনী আরশিয়া’র কন্ঠে প্রথম মৌলিক গানের রেকর্ডিং-এর কাজ শেষ হয়েছে। গাজী মাজহারুল আনোয়ারের কন্যা দিঠি আনোয়ারের বয়স যখন আট ছিলো, সেই সময় তিনি তার জন্য প্রথম গান লিখেছিলেন এবং সুর করেছিলেন। গাজী মাজহারুল আনোয়ারের ছেলে শরফরাজ মেহেদী উপল ও তার স্ত্রী শাহানা মির্জা আশা’র একমাত্র সন্তান আরশিয়া’র জন্য তার আট বছর বয়সেই দাদা গাজী মাজহারুল আনোয়ার একটি গান লিখে সুর করে দিয়েছেন। গানের কথা হচ্ছে ‘সারেগামা পাধা, আমার দাদী দাদা, বানাতে চায় শিল্পী আমায় বড়, ফুপ্পি এসে বলে লক্ষীসোনা এবার হারমোনিয়াম ধরো’। গানটির সঙ্গীতায়োজন করেছেন আহমেদ কিসলু। গানটির রেকর্ডিং-এর সময় আরশিয়ার দাদা, দাদী, মা ও ফুপি উপস্থিত ছিলেন। যেহেতু আরশিয়া’র জীবনের প্রথম গান, তাই নিজের প্রথম গান নিয়ে অনেক বেশি উচ্ছ¡াস ছিলো তার মধ্যে। ছোট্ট আরশিয়ার মধ্যে গান গাইবার প্রবল আগ্রহ দাদা গাজী মাজহারুল আনোয়ারকে দারুণভাবে মুগ্ধ করে। গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘আমার মেয়ে দিঠির বয়স যখন আট, তখন তার জন্যও আমি গান লিখেছিলাম। এত বছর পর আমার ছেলের মেয়ে অর্থাৎ আমার নাতনীর জন্য সেই তার আট বছর বয়সে তাকে প্রথম গান উপহার দিলাম। প্রথম গান হিসেবে আরশিয়ার উচ্ছ¡াস দেখে মুগ্ধ হয়েছি। সে কেমন গাইলো সেই প্রশ্নে আমি যাব না, যারা সত্যিকার অর্থেই গান গাইতে আগ্রহী এবং জেনে বুঝে গান করেন তাদেরকে আমাদের অনুপ্রেরণা দিতে হবে। আরশিয়ার মতো অন্য যারা গান গাইছে তাদেরকে অনুপ্রেরণা দিতে হবে যাতে করে একটি প্রজন্ম আগামীতে নিজেদেরকে তৈরী করে নিতে পারে।’ ছোট্ট আরশিয়া বলেছে, ‘আমার খুব ভালো লেগেছে গান গাইতে, আমি আরো অনেক গান গাইতে চাই, সবার দোয়া চাই। আমার দাদার লেখা গান দিয়েই আমার গানের জীবন শুরু, এটাই আমার অনেক বেশি ভালো লাগছে।’ গাজী মাজহারুল আনোয়ার জানান, আগামীতে গানটির মিউজিক ভিডিও নির্মাণ শেষে গানটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। দিঠির বয়স যখন আট তখন তার জন্য গাজী মাজহারুল আনোয়ার লিখেছিলেন ‘আমি আট বছরের মেয়ে, আমায় কাছে পেয়ে হলো ধন্য আমার মা’। আরশিয়া’র গানে হাতেখড়ি ওস্তাদ দীলিপ মজুমদারের কাছে। বর্তমানে আরশিয়া গান শিখছে ফেরদৌসী রহমানের তত্ত¡াবধানে পরিচালিত ‘আব্বাস উদ্দিন সঙ্গীত একাডেমি’তে। এছাড়া ফেরদৌসী রহমানের ‘এসো গান শিখি’তেও অংশ নিচ্ছে আরশিয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ