Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্রনেতা খালিদের ১০ দিনের রিমান্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

সন্ত্রাসবিরোধী আইন ইউএপিএ-এর (আনল’ফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট) আওতায় ভারতের ছাত্রনেতা উমর খালিদকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে পুলিশি হেফাজতে তার পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন আদালত। দিল্লিতে ২০২০ সালের ফেব্রæয়ারিতে মুসলিমবিরোধী সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা ওই মামলায় উমরকে একজন ‘গুরুত্বপূর্ণ ষড়যন্ত্রকারী’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তবে মানবাধিকারকর্মী ও সুশীল সমাজ বলছে, একজন মুসলিম হিসেবে অন্যায়ভাবে হিন্দুত্ববাদী রাজনীতির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন উমর। ফেব্রুয়ারির ওই সহিংসতা ছিল ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে। টানা তিন দিনের ওই মুসলিমবিরোধী সহিংসতায় অর্ধশতাধিক মানুষ নিহত হন। দুই দফায় জিজ্ঞাসাবাদের পর গত ১৩ সেপ্টেম্বর খালিদকে গ্রেফতার করে পুলিশ। সোমবার ভিডিও লিংকের মাধ্যমে উমরকে দিল্লির আদালতে হাজির করা হলে বিচারক তার রিমান্ড মঞ্জুর করেন। অতিরিক্ত দায়রা জজ অমিতাভ রাওয়াত বলেন, এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য আদালতে
তুলে ধরা হয়েছে। এনডিটিভি, হিন্দুস্তান টাইমস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ