Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার দিল্লিতে মুসলিম ছাত্রনেতা গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ৯:০৯ এএম

করোনাভাইরাসের মহামারি মধ্যে এবার ভারতের রাজধানী দিল্লিতে এক মুসলিম ছাত্রনেতাকে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। দিল্লির সহিংসতার উস্কানি দেওয়ার অভিযোগ আনার হয়েছে তার বিরুদ্ধে।

উমর খালিদ নামের এই ছাত্রনেতা মুসলিমদের পক্ষে সব সময় জোরালো ভূমিকা পালন করে আসছেন। তার পক্ষের লোকজনের দাবি শুধুমাত্র এই নির্যাতিত মুসলিমদের পক্ষে সোচ্ছার ভূমিকা রাখার কারনে তাকে আটক করা হয়েছে।

জানা যায়, ভারতের রাজধানী দিল্লিতে সহিংসতার ঘটনায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সদস্য উমর খালিদকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। গোটা ঘটনায় উমরকে অন্যতম মূল ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করেছে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

দিল্লি সহিংসতার তদন্তে বেশ কিছু দিন ধরেই দিল্লি পুলিশের নজরে ছিলেন উমর খালিদ। শাহিনবাগে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলন চলাকালীন, সেখানে তিনি উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন বলে অভিযোগ। সেই নিয়ে গত ১ আগস্টও উমরকে এক দফা জেরা করে পুলিশ।

তার পর রোববার ফের উমর খালিদকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। সকাল থেকে টানা ১১ ঘণ্টা জেরার পর, এ দিন তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। পুলিশের দাবি, আম আদমি পার্টির (আপ) সাবেক কাউন্সিলর তাহির হুসেনের সঙ্গে মিলে দাঙ্গার ষড়যন্ত্র কষেছিলেন উমর।
সূত্র : আনন্দবাজার পত্রিকা



 

Show all comments
  • habib ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪২ এএম says : 0
    hindu ra marba r muslim ra kotha bolte parbe na...ajob dunia...
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ কাজী শাকিল আহম্মেদ ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:১১ পিএম says : 0
    ভারতে যে ন্যায়ের কথা বলবে তাকেই দমন করার জন্য মোদি সরকার ও তার প্রশাসন উঠে পড়ে লাগে এটাই তাদের রাজনীতি।
    Total Reply(0) Reply
  • A Mannan ১৪ সেপ্টেম্বর, ২০২০, ২:৪৮ পিএম says : 0
    এটা উগ্র হিনদুবাদী সরকারের নোংরা খেলা নয় কী?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ