মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কলম্বিয়ার রাজধানী বোগোটায় পুলিশের হেফাজতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ছড়িয়ে পড়া বিক্ষোভ থামাতে পারছে না দেশটির সরকার। এরই মধ্যে এ বিক্ষোভ ও দাঙ্গায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ অবস্থায় পুলিশি নির্যাতনের জন্য ক্ষমা চেয়েছেন কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী। খবর এএফপি। রাস্তায় বিক্ষোভকালে ২০ বছর বয়সী এক বিক্ষোভকারী বলেন, আমি দেশে পুলিশের নির্যাতন আর নিতে পারছি না। এখন তাদের দেখানো দরকার যে মানুষ কতটা ক্ষিপ্ত হয়ে আছে। গত বুধবার এ বিক্ষোভ শুরু হওয়ার পর পুলিশের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৪০০ জনের বেশি। এ অবস্থায় এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী কার্লোস হোমস ট্রুজিল্লো দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, জাতীয় পুলিশ বিভাগ তার কোনো সদস্যের আইন ভঙ্গ করা কিংবা অজ্ঞতার জন্য ক্ষমা প্রার্থনা করছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।