Inqilab Logo

সোমবার, ২৭ মে ২০২৪, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দাবানল পরিস্থিতি দেখতে ক্যালিফোর্নিয়া যাচ্ছেন ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ৩:০৮ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাল সোমবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য সফরে যাচ্ছেন। সেখানে তিনি জরুরি সার্ভিসের প্রধানদের সাথে সাক্ষাত করবেন। ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট কোস্টে ঘন কুয়াশা ও রেকর্ড অগ্নিকান্ডে দম বন্ধ হয়ে এ পর্যন্ত ২৭ জন প্রাণ হারিয়েছে। কর্মকর্তারা আরো প্রাণহানির আশংকা করছেন। নজিরবিহীন এই আগুন প্রায় ৫০ লাখ একর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে, যার আয়তন প্রায় নিউ জার্সি অঙ্গরাজ্যের সমান। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য মিলেছে।
নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন এ অগ্নিকান্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত বলে মন্তব্য করেছেন। ক্যালিফোর্নিয়ার ইমার্জেন্সি সার্ভিসের প্রধানদের সাথে সাক্ষাতের পরিকল্পনার কথা জানান ট্রাম্প। যারা আগুন নিয়ন্ত্রণে প্রাণপন লড়াই চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, চলতি বছর এ রাজ্যের ৩ কোটি ২০ লাখ একরেরও বেশি এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ