Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র গেলেন সোনিয়া গান্ধী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩ পিএম

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে আবারও যুক্তরাষ্ট্রে গেলেন ভারতের জাতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। গতকাল শনিবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছেন। মায়ের সঙ্গে গিয়েছেন রাহুল গান্ধীও। খবর টাইমস অব ইন্ডিয়ার।
কংগ্রেসের একটি সূত্রে জানা গেছে, বার্ষিক মেডিকেল চেকআপের জন্য কমপক্ষে দু-সপ্তাহ সোনিয়া গান্ধীকে বিদেশে থাকতে হবে। দীর্ঘ সময় ধরেই অসুস্থ সোনিয়া গান্ধী। ২০১১ সালে কংগ্রেস সভানেত্রীকে শারীরিক অসুস্থতার কারণে অস্ত্রোপচার করাতে হয়। নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান কেটেরিং ক্যানসার সেন্টারে তার অস্ত্রোপচার হয়েছিল। এরপর থেকেই তাঁকে নিয়মিত চেকআপ করাতে বিদেশে যেতে হয়। তবে, কংগ্রেস সভানেত্রীর অসুস্থতার কারণ আজও জানা যায়নি।
শরীর খারাপ হলে সাধারণত দিল্লির গঙ্গারাম হাসপাতালেই চিকিৎসা করান গান্ধী পরিবারের সদস্যরা। তবে এবার শারীরিক চেকআপের জন্য বিদেশ পাড়ি দিলেন তিনি।
এদিকে গতকাল শনিবার কংগ্রেসের বড় রকমের রদবদল ঘটিয়েছেন সোনিয়া গান্ধী। দলীয় সংগঠনে নতুন প্রজন্মের নেতাদের বড় দায়িত্ব দিয়েছেন তিনি। আগামী ছয় মাসের মধ্যে সম্ভবত কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ