Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুপার মস্তকহীন দেহ রেখে দিয়েছিলেন উন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

শিরােচ্ছেদের পর ফুপার মস্তক বিহীন দেহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের দেখানোর জন্য রেখে দিয়েছিলেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুসন্ধানী সাংবাদিক বব উডওয়ার্ডকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। উন ক্ষমতায় আসার প্রাক্কালে উত্তর কোরিয়া প্রচন্ড ক্ষমতাধর ছিলেন তার ফুপা জাং সং থায়েক। ২০১৩ সালে বিশ্বাসঘাতকতা ও দুর্নীতির অভিযোগে তাকে মৃত্যুদন্ড দেওয়া হয়। উডওয়ার্ডের নতুন বই ‘রেজের’ জন্য দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, কিম ‘আমাকে সবকিছু বলেছেন। আমাকে সব বলেছেন। তিনি তার ফুপাকে হত্যা করেন এবং লাশ সবার সামনে ঝুলিয়ে রাখেন।’ ট্রাম্প বলেন, থায়েকের ‘বুকের ওপর বসে তার মাথা কাটা হয়েছিল।’ থায়েকের মৃত্যুদন্ড কার্যকরের ব্যাপারে উত্তর কোরিয়া কখনোই আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেয়নি। তবে বেশ কিছু সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছিল, বিমানবিধ্বংসী কামান ব্যবহার করে তাকে হত্যা করা হয়েছিল। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উন

৪ ফেব্রুয়ারি, ২০২৩
১৭ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ