Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনের ৯৭টি আর্টিলারি ইউনিট ধ্বংস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৪১ পিএম

ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চলাকালীন রাশিয়ান বাহিনী গত দিনে ইউক্রেনের সেনাবাহিনীর মেরিন কর্পস এবং ডিনেপ্রোপেট্রোভস্ক অঞ্চলে বিশেষ অপারেশন ইউনিটের স্থাপনাগুলিতে হামলা চালিয়েছে।

শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট-জেনারেল ইগর কোনাশেনকভেএ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গত ২৪ ঘন্টায়, অপারেশনাল/কৌশলগত এবং আর্মি এভিয়েশন, মিসাইল ট্রুপস এবং রাশিয়ান গ্রুপ অফ ফোর্সের আর্টিলারি ৯৭টি ইউক্রেনীয় আর্টিলারি ইউনিটকে ফায়ারিং পজিশনে আঘাত করেছে এবং ১৩৫টি এলাকায় জনবল ও সরঞ্জামাদিও আঘাত করেছে।’

‘বিশেষ অভিযানের সময় গ্লুকোয়ে বসতি এলাকায়, ডিনেপ্রোপেট্রোভস্ক অঞ্চলে, সামুদ্রিক পদাতিক এবং বিশেষ অপারেশন ইউনিটগুলোর অস্থায়ী স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছিল,’ মুখপাত্র যোগ করেছেন। সূত্র: তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউনিট ধ্বংস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ