Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেকর্ড ৩ ট্রিলিয়ন ডলারে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ব্যাপক অর্থব্যয়ের কারণে ফুলেফেঁপে উঠেছে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি। চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই রেকর্ড তিন ট্রিলিয়ন (তিন লাখ কোটি) মার্কিন ডলারে পৌঁছেছে তাদের এ ঘাটতি। মার্কিন রাজস্ব বিভাগ জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসেই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার ছয় ট্রিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে। এর মধ্যে দুই ট্রিলিয়ন ডলারই ছিল করোনা নিয়ন্ত্রণ কর্মসূচিতে। ফলে ইতোমধ্যেই তিন ট্রিলিয়ন ডলার বাজেট ঘাটতির মুখে পড়েছে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটি, যা তাদের আগের রেকর্ড ২০০৯ সালের পুরো অর্থবছরের ঘাটতির চেয়ে প্রায় দ্বিগুণ বেশি। ওই সময় ২০০৮ সালের মহামন্দার ধাক্কা কাটাতে গিয়ে ধুঁকছিল যুক্তরাষ্ট্রের অর্থনীতি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈশ্বিক মহামারি শুরু হওয়ার আগে থেকেই অন্তত এক ট্রিলিয়ন ডলার বাজেট ঘাটতির পথে ছিল যুক্তরাষ্ট্র। পরে করোনার ধাক্কায় রীতিমতো বিস্ফোরণ ঘটে এ সংকটের। মার্কিন কংগ্রেসনাল বাজেট অফিস জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে চলতি অর্থবছর শেষ হলে যুক্তরাষ্ট্রের মোট বাজেট ঘাটতি ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। সেসময় দেশটির মোট ঋণের পরিমাণ ২৬ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত এপ্রিল-জুনে যুক্তরাষ্ট্রের অর্থনীতি সংকুচিত হয়েছে ৩০ শতাংশেরও বেশি, যা তাদের ইতিহাসে প্রান্তিকের হিসাবে সবচেয়ে বড় অধঃপতন। বিভিন্ন জরিপের তথ্যে দেখা গেছে, দেশটিতে চাকরিচ্যুতি ও ব্যবসা বন্ধের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। সেখানে অন্তত তিন কোটি মানুষ সরকারের কাছ থেকে কোনও না কোনও ধরনের বেকারত্ব সুবিধা নিচ্ছেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ