Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনম ‘মাফিয়া নারী, রিয়া ফালতু-মাদকাসক্ত’ : কঙ্গনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

চলচ্চিত্র জগতে তার সহকর্মীদের বাক্যবাণে আঘাত করা অব্যাহত রেখেছেন কঙ্গনা রানৌত। সাম্প্রতিক এক অনুষ্ঠানে তিনি সোনম কাপুরকে ‘মাফিয়া নারী’ আর রিয়া চক্রবর্তীকে ‘ফালতু মাদকাসক্ত বলে উল্লেখ করেছেন। “হঠাৎ করেই আমাদের দুঃখজনক ঘটনার পর ‘মাফিয়া নারীরা’ রিয়া জি’র জন্য সুবিচার চাইতে শুরু করেছে। আমার যুদ্ধ সাধারণ মানুষের জন্য।আমার এই সংগ্রামকে কোনও ফালতু মাদকাসক্তের সঙ্গে তুলনা করবেন না যে একজন অরক্ষিত, বিপর্যস্ত আর নিজ থেকে প্রতিষ্ঠিত মানুষের অসহায় অবস্থার সুযোগ নিচ্ছিল। এসব বন্ধ কর,” কঙ্গনা টুইট করেন। বিএমসি (বৃহনমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন) কঙ্গনার অফিস উচ্ছেদ করার পর সোনম ‘চোখের বদলে চোখ’ মন্তব্য করার পর কঙ্গনা এই টুইট করলেন। অন্যদিকে অভিনেত্রী দিয়া মির্জা যেমন রিযার গ্রেফতারকে যেমন হয়রানি বলেছেন তেমনি কঙ্গনার অফিস উচ্ছেদেরও সমালোচনা করেছেন। তিনি লিখেছেন : “এটি কারও পক্ষ নেয়া নয়, শুধু অন্যায়ের বিরুদ্ধে বলা। ভাবুন আপনার ক্ষেত্রেও এমন হতে পারে।” সোনম এর আগে মহাত্মা গান্ধির উক্তির উদ্ধৃতি দিয়ে টুইট করেছিলেন : “চোখের বদলে চোখ সারা দুনিয়াকে অন্ধ করে দিতে পারে।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কঙ্গনা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ