Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রাজনীতিকদের বিরুদ্ধে সাড়ে চার হাজার মামলা ভারতে বিচারাধীন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩ এএম

ভারতে বর্তমান ও প্রাক্তন আইনপ্রণেতাদের বিরুদ্ধে প্রায় সাড়ে চার হাজার ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। দেশটির ২৪টি হাইকোর্টের কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে এনডিটিভি অনলাইন। ভারতীয় সুপ্রিম কোর্ট বিষয়টিকে ‘বেদনাদায়ক’ আখ্যা দিয়ে বলেছে, ‘আইনপ্রণেতাদের প্রভাব বিস্তারের কারণে অনেক মামলা এখনও প্রাথমিক পর্যায়ে রয়ে গেছে।’ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার শুনানিকালে আদালত বলেছে, ‘বর্তমান ও প্রাক্তন আইনপ্রণেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া চার হাজার ৪৪২টি মামলার মধ্যে ১৭৪টি এমন অপরাধের অভিযোগে দায়ের করা হয়েছে যেগুলোর শাস্তি যাবজ্জীবন কারাদন্ড।’ আদালত বলেছে, ‘৩৫২টি মামলা হয় হাইকোর্ট নতুবা সুপ্রিম কোর্ট স্থগিত করেছে।’ তিন বিচারকের সমন্বয়য়ে গঠিত বেঞ্চ জানায়, পশ্চিমবঙ্গ ও পাঞ্জাবে কিছু মামলা রয়েছে যেগুলো ১৯৮১ ও ১৯৮৩ সালে দায়ের হয়েছিল। উত্তর প্রদেশ ও বিহারে ১৯৯১ সালে দায়ের হওয়া মামলাও বিচারাধীন রয়েছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ