Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে মন্দিরে ৩ পুরোহিতের থ্যাঁতলানো লাশ উদ্ধার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২০, ২:৫২ পিএম

ভারতের কর্ণাটক রাজ্যের মাণ্ড্য শহরের শ্রী অরকেশ্বর মন্দিরে ৩ জন পুরোহিতের থ্যাঁতলানো মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মন্দিরের ভেতরেই তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভারী পাথর দিয়ে তিনজনেরই মাথা থেঁতলে দেওয়া হয়। মৃতদেহগুলো উদ্ধারের সময় মন্দিরের ভেতরে রক্তের মধ্যে ভাসছিলেন তাঁরা। শুক্রবার সকালে মন্দিরের দরজা খোলা দেখে কয়েকজন গ্রামবাসী ভেতরে ঢুকে প্রথম এই দৃশ্য দেখতে পান।

উক্ত মন্দিরের মৃত তিন পুরোহিতই সম্পর্কে একে অন্যের কাজিন ছিলেন। দীর্ঘদিন ধরেই এই মন্দিরে পুরোহিত হিসেবে ছিলেন।
কে বা কারা এই হত্যায় জড়িত তার কোনো তথ্য এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন তদন্তকারীরা। মন্দিরে ডাকাতি করার উদ্দেশ্যেই তিন পুরোহিতকে খুন করা হয় বলে সন্দেহ করা হচ্ছে। মন্দিরের তিনটি হুণ্ডি বা ডোনেশন বক্স লুট করা হয়েছে। এছাড়া মন্দিরে আরো কোনও দামী জিনিসপত্র আছে কিনা, তার খোঁজে মন্দির তছনছ করে দুষ্কৃতীরা। এ ঘটনার তদন্তে বিশেষ টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মাণ্ড্যর পুলিশ সুপার পরশুরাম।

এদিকে মৃত তিন পুরোহিতের প্রত্যেকের জন্য পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। সূত্র : এই সময়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ