Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাইয়ের টিসি আনতে স্কুলে গিয়ে ধর্ষিত তরুণী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৬ এএম

ভাইকে অন্য স্কুলে ভর্তি করতে হবে। তাই ট্রান্সফার সার্টিফিকেট আনতে স্কুলে গিয়েছিল দিদি। সেই সুযোগে গাড়িতে করে তুলে নিয়ে গিয়ে দিনভর তাকে ধর্ষণ করল স্কুলের চেয়ারম্যান। চরম লজ্জাজনক ঘটনাটি উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার ইকোটেক ৩ এলাকার।ধর্ষক এলাকায় অত্যন্ত প্রভাবশালী হওয়ায় ঘটনার পরেও নীরব পুলিশ। জানা গিয়ছে, চেয়ারম্যান স্কুলটির মালিকও। নিগৃহীতা যুবতীর বাড়ি যে এলাকায়, সেই এলাকাতেই থাকে ধর্ষক। এমনকি স্কুলও সেই একই এলাকাতেই। ফলে কিশোরী, আগে থেকেই চেয়ারম্যানকে চিনত। ফলে ভাইয়ের ট্রান্সফার সার্টিফিকেট আনতে যখন অভিযুক্ত ডেকে পাঠিয়েছিল, যুবতী তখন নির্ভয়েই গিয়েছিল সেখানে। যুবতীর পরিবারের তরফে জানা গিয়েছে, নিগৃহীতার ভাই অষ্টম শ্রেণির ছাত্র। আর যে স্কুলে সে পড়ে সেই স্কুলও অষ্টম শ্রেণি পর্যন্ত। ফলে এ বারে স্কুল পরিবর্তন করতে হবে। তাই টিসি প্রয়োজন ছিল। কিন্তু সেটা আনার পরে দেখা যায়, সেখানে সপ্তম শ্রেণি লেখা হয়েছে। সেই ভুল সংশোধন করতেই এ দিন স্কুলের প্রিন্সিপ্যালের সঙ্গে দেখা করতে গিয়েছিল ওই কিশোরী। প্রতীকী ছবি।

অভিযোগ, স্কুলে যেতেই তার চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়। ওই ব্যক্তি তাকে তার গাড়িতে উঠে আসতে বলে। এরপরেই গাড়ি ঘুরিয়ে একটি ভাড়া নেওয়া ফাঁকা ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানেই দিনভর যুবতীকে ধর্ষণ করে। এমনকি, এই ঘটনা যাতে কোনভাবেই বাইরে না আসে, তার অন্য হুমকিও দেওয়া হয় কড়া ভাষায়। বাড়ি ফিরে পরিবারকে গোটা ঘটনা জানায় যুবতী। এরপরেই পুলিশের দ্বারস্থ হন তারা। কিন্তু অভিযুক্ত এলাকায় অত্যন্ত প্রভাবশালী হওয়ায় পুলিশ প্রথমে অভিযোগ গ্রহণ করতে চায়নি। এরপরে পরিবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলে পুলিশ তৎপর হয়। গ্রেফতার করা হয় অভিযুক্ত স্কুল চেয়ারম্যান নীরজকে। সূত্র : নিউজ১৮।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষিত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ