বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার সকাল ৭ টার দিকে এ পৈচাশিক ঘটনা ঘটে উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামে।
ফুলবাড়ী থানা পুলিশ জানায়, শুক্রবার সকালে প্রতিদিনের নেয় পশ্চিম ফুলমতি গ্রামের মিন্টু মিয়ার মেয়ে (৩ বছরের শিশু) প্রতিবেশী পশ্চিম ফুলমতি গ্রামের মৃত বগরুদ্দিন (৬৪) এর ছেলে নজরুলের বাড়ীতে খেলতে গেলে কৌশলে তিনি শিশুটিকে তার থাকার ঘরে নিয়ে এসে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে তার স্বজনেরা দ্রুত ঘটনাস্থল গিয়ে তাকে উদ্ধার করে। এসময় ধর্ষক নজরুলকে আটক করে পুলিশে খবর দেয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষককে আটক করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিম শিশুকে মেডিকেল চেকআপের জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।