বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফকিরহাটের পল্লীতে প্রতিবন্ধী ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত ধর্ষকের পরিবার মামলা তুলে নিতে বাদীকে এখনও হুমকি-ধমকি অব্যাহত রেখেছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে মানবাধিকার সংগঠনগুলো।
জানা যায়, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের মো. ওসমান খানের মানসিক প্রতিবন্ধী কন্যা (৪৫)-কে গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় একই গ্রামের নেছার উদ্দিন শেখের পুত্র আনিসুর শেখ (৫০) ধর্ষণ করে। এ ঘটনা স্থানীয়ভাবে মিমাংসার কথা দিয়েও কথা রাখেনি ধর্ষক আনিস।
অবশেষে মানবাধিকার সংগঠনগুলোর সহযোগিতায় গত ২৩ নভেম্বর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়। পুলিশ ধর্ষক আনিসকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। কিন্তু ধর্ষকের ভাই ইউপি মেম্বার আজিজুল শেখসহ অন্যান্যরা প্রতিবন্ধী ধর্ষিতার ভাই-ভাবীকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। অসহায় এই পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির বিভাগীয় চেয়ারম্যান আবু হেনা মুক্তি ও মহাসচিব মো. আজগর হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।