মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির তথ্য লুকাতে চাপ প্রয়োগ করছে ট্রাম্প প্রশাসন, এমনই একটি অভিযোগ দিলেন কর্মকর্তা ব্রাইন মরফি। দেশটির ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির ওই কর্মকর্তা আরও জানান, বলা হচ্ছে এতে প্রেসিডেন্টকে দূর্বল দেখাবে। -বিবিসি
হুইসেলব্লোয়ার কমপ্লেইনে ব্রাইন মরফি বলেন, রাশিয়া আসন্ন নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির এ তথ্য লুকাতে চাপ প্রয়োগ করছে ট্রাম্প প্রশাসন। তিনি এই চাপ মানতে রাজি নন। এটি সহ আরও বেশ কিছু ইস্যু লুকিয়ে ফেলতেও তার উপর চাপ আছে। এরমধ্যে রয়েছে শেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের মতো বিষয়ও। অবশ্য হোয়াইট হাউজ আর ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি সব অভিযোগ অস্বীকার করেছেন। এই অভিযোগ প্রকাশ করেছে ডেমোক্রেট নেতৃত্বাধীন হাউজ ইন্টালিজেন্স কমিটি। এই মাসের শেষে ব্রাইন মরফিকে স্বাক্ষ্য দিতে তলব করেছে তারা।
ব্রাইন মরফির অভিযোগ, এর আগের নির্বাচনে রাশিয়ানরা অবশ্যই হস্তক্ষেপ করেছিলো। এতে প্রশ্নাতীতভাবেই সুবিধা পেয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরেও এমন কিছু করা হবে বলে গোয়েন্দা তথ্য রয়েছে, যা লুকিয়ে ফেলার সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।