নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
র্যাঙ্কিংয়ের ৯৩ নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের শেলবি রজার্সকে সরাসরি সেটে হারিয়ে ইউএস ওপেনের সেমি-ফাইনালে উঠেছেন চতুর্থ বাছাই জাপানের নাওমি ওসাকা। চতুর্থ রাউন্ডে পেত্রা কেভিতোভাকে হারানো ২৭ বছর বয়সী শেলবি এবার তেমন লড়াই করতে পারেননি। গতপরশু রাতে নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে তাকে ৬-৩, ৬-৪ গেমে হারান ২০১৮ আসরের চ্যাম্পিয়ন ওসাকা। শেষ চারে ২২ বছর বয়সী ওসাকা লড়বেন ২৮তম বাছাই যুক্তরাষ্ট্রের জেনিফার ব্রেডির বিপক্ষে। কাজাখস্তানের ইউলিয়া পুতিনস্তেভাকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড সø্যামের সেমি-ফাইনালে উঠলেন ২৫ বছর বয়সী ব্রেডি।
ছেলেদের এককে ঘুরে দাঁড়িয়ে শেষ চারে উঠেছেন পঞ্চম বাছাই আলেক্সান্ডার জেভেরেভ। ২৭তম বাছাই ক্রোয়েশিয়ার বর্না চরিচের বিপক্ষে প্রথম সেটে সহজেই হেরে যান জেভেরেভ। কঠিন লড়াইয়ে পরের দুই সেট জিতে চতুর্থ সেটেও চরিচকে পরাস্ত করেন ২৩ বছর বয়সী এই জার্মান। ১-৬, ৭-৬ (৭-৫), ৭-৬ (৭-১), ৬-৩ গেমে জিতে এগিয়ে যান প্রথম গ্র্যান্ড সø্যাম জয়ের আরেকটু কাছে। সেমি-ফাইনালে জেভেরেভ খেলবেন ২০তম বাছাই স্পেনের পাবলো কাররেনো বুস্তার বিপক্ষে। চার ঘণ্টারও বেশি সময়ের লড়াইয়ে ১২তম বাছাই কানাডার ডেনিস শাপাভালোভকে ৩-৬, ৭-৬ (৭-৫), ৭-৬ (৭-৪), ০-৬, ৬-৩ গেমে হারান বুস্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।