Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে গোমূত্রের হ্যান্ড স্যানিটাইজারের বিক্রি তুঙ্গে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২০, ২:৫৫ পিএম

ভারতের পৃথিবীর এমন রাষ্ট্র যেখানে গরুকে মা ডাকা হয়। আর এই গরুর মূত্র আর গোবর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। গোমূত্র কেজি দরে বিক্রি হয়। আর গোবর দিয়ে বিস্কুট ও এ জাতীয় সামগ্রী তৈরি করে বিক্রি করা হয়।
এদিকে করোনাভাইরাস মহামারিতে মানুষকে জীবাণুমুক্ত রাখতে এবার গোমূত্রের হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে ভারতীয় একটি প্রতিষ্ঠান। গোমূত্র ব্যবহার করে গো সেইফ নামের এই হ্যান্ড স্যানিটাইজার আগামী সপ্তাহে বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে দেশটির গুজরাট প্রদেশের একটি সমবায় প্রতিষ্ঠান। বাজার আনার সঙ্গে সঙ্গে হৈ চৈ পড়ে যায়। এবং সর্বশেষ খবরে জানা গেছে এর বিক্রি হচ্ছে বেশ। প্রতিষ্ঠানের বৃহস্পতিও বলা যায় তুঙ্গে।

এর আগে, রাজস্থানের একটি প্রতিষ্ঠান গোবর ব্যবহার করে তৈরি মাস্ক বাজারজাত করে।গুজরাটের জামনগরভিত্তিক সমবায় প্রতিষ্ঠান কামধেনু দিব্য আশাধি মহিলা মান্দালি গোমূত্রের স্যানিটাইজার তৈরি করেছে।

গুজরাটের এই প্রতিষ্ঠান দেশটিতে লকডাউনের সময় গোমূত্রের তৈরি গো প্রোটেক্ট নামে একটি সারফেইস স্যানিটাইজার এবং বাসা-বাড়ি জীবাণুমুক্ত করার জন্য গো ক্লিন নামের তরল ক্লিনার নিয়ে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ