Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনার তীর্থস্থান ভারত : একদিন ৯০ হাজার আক্রান্ত, মৃত্যু ১১০৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩৮ পিএম

বিশ্বে বর্তমানের করোনাভাইরাসের হটস্পট ভারত। সে দেশের প্রতিদিন গড়ে লাখের কাছাকাছি মানুষ করোনা শনাক্ত হচ্ছেন। আর মৃত্যুবরণ করণে শত শত মানুষ। এই ভাইরাসের দিশেহারা ভারত সরকার। কোনো কিছুই করতে পারছেনা।
এদিকে করোনাভাইরাসের (কভিড-১৯) বর্তমান হটস্পট ভারতে টানা দৈনিক সংক্রমণ হচ্ছিল ৯০ হাজারের বেশি। ওয়ার্ল্ডো মিটারের বুধবার সকালের তথ্য অনুযায়ী, মঙ্গলবার একদিনে ভারতে করোনা শনাক্ত হয়েছে ৮৯ হাজার ৮৫২ জন। মারা গেছেন ১ হাজার ১০৭ জন।

আগের দিন করোনা শনাক্ত হয়েছিল ৭৫ হাজার ২২ জনের শরীরে। ওই দিন মারা যান ১ হাজার ১২৯ জন।

বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে এখন পর্যন্ত ৪৩ লাখ ৬৭ হাজার ৪৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৭৩ হাজার ৯২৩ জন।

ভারতে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৩০ লাখ থেকে ৪০ লাখ হতে সময় লেগেছে মাত্র ১৩ দিন। করোনা-বিধ্বস্ত যুক্তরাষ্ট্রেও সংক্রমণে এর চেয়ে বেশি সময় লেগেছিল।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ দাঁড়িয়েছে ২ কোটি ৭৭ লাখ ৩৩ হাজার ৮১৯ জনে। এখন পর্যন্ত ৯ লাখ ১ হাজার ৮৩৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১ কোটি ৯৮ লাখ ২৭ হাজার ৬৮৯ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ