Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাগলের কাছে কুপোকাত পুলিশ!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় একটি ছাগলের কাছে কুপোকাত হয়েছে পুলিশ। একটি ছাগল পেট্রোল কারে উঠে তছনছ করেছে সব। এরপর গাড়িতে থাকা গুরুত্বপ‚র্ণ কাগজপত্র চিবিয়ে তার সর্বনাশ ঘটিয়ে দিয়েছে। এ সময় এক পুলিশ কর্মকর্তা তার কাছ থেকে ওই কাগজ উদ্ধারে এগিয়ে গেলে তাকে গুঁতো মেরে মাটিতে ফেলে দিয়েছে। ডগলাস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট রিপোর্ট করেছে যে, উদ্ভট এই ঘটনায় পুলিশের ওই নারী কর্মকর্তা শারীরিকভাবে আহত হননি। ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তা গাড়ির দিকে এগিয়ে যান। তিনি জানালা দিয়ে দেখতে পান, ছাগলটি গাড়িতে থাকা দরকারি কাগজগুলো খেয়ে ফেলছে। তিনি দরজা খোলেন। ছাগলটিকে ভয় দেখানোর চেষ্টা করেন। হাত নেড়ে তাকে গাড়ি থেকে নেমে যেতে বলেন। ছাগলটি নেমে যায়। কিন্তু মুখে করে নিয়ে যায় কাগজপত্র। তা খাওয়া শুরু করে। পুলিশ কর্মকর্তা তাকে ধরার চেষ্টা করেন। চেষ্টা করেন কাগজগুলো উদ্ধার করতে। কিছু কাগজ উদ্ধারে সক্ষম হন। কিন্তু শেষ কাগজটি উদ্ধার করতে গিয়ে একরকম লড়াই করতে হয় ছাগলের সঙ্গে। এ সময় ছাগলটি তাকে গুঁতো মেরে ফেলে দেয়। তিনি উঠে দাঁড়াতে সক্ষম হন এবং এখানেই ভিডিওটি শেষ হয়। ডেইলি মেইল।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ