মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কের সামরিক মহড়া চলাকালীন বিভিন্ন দেশের উস্কানিতে এবার তুরস্ককে হুমকি দিলো গ্রিস। গ্রিসের সঙ্গে এসে দাঁড়িয়েছে মুসলিম দেশ আরব আমিরাত। অন্য দিকে ফ্রান্সও উস্কানি দিয়ে যাচ্ছে। এদিকে তুরস্ক ও গ্রিসের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে। শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান গ্রিস আলোচনায় বসতে রাজি না হলে বেদনাদায়ক অভিজ্ঞতার মুখোমুখি হবে বলে হুমকি দিয়েছিলেন। এমন উত্তপ্ত পরিস্থিতিতে সোমবার গ্রিসও পাল্টা হুমকি দিয়েছে। তারা জানিয়েছে তুরস্কের বিপক্ষে লড়তে প্রস্তুত তারা এবং সে লক্ষ্যে সামরিক সরঞ্জাম বৃদ্ধি করতে তাদের বন্ধুপ্রতীম দেশগুলোর কাছ থেকে সহায়তাও নিচ্ছে। এ ব্যাপারে সোমবার গ্রিস সরকারের মুখপাত্র স্টেলিয়স পেতসাস বলেছেন, তুরস্কের নেতারা প্রতিনিয়ত তাদের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। তারা যুদ্ধের হুমকি দিয়ে গ্রিসকে ক্ষেপিয়ে তুলছেন। আমরা তুরস্ককে রাজনৈতিক, ক‚টনৈতিক ও সামরিকভাবে জবাব দিতে প্রস্তুত। আমাদের সার্বভৌমত্ব রক্ষায় তাদের বিপক্ষে যা করা লাগে সেটা করতে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের সামরিক বাহিনীর সাঁজসরঞ্জাম বৃদ্ধি করতে বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি। অপরদিকে, আঙ্কারার সঙ্গে উত্তেজনার মধ্যেই তুরস্ক সীমান্তে সামরিক উপস্থিতি জোরদার করেছে গ্রিস। ম‚লত তুরস্ক থেকে ইউরোপমুখী অভিবাসীদের ঢল ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। কেননা, বিদ্যমান পরিস্থিতিতে আঙ্কারা ইউরোপমুখী অভিবাসীদের ঢল না থামালে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। গ্রিসের অভিবাসন প্রতিমন্ত্রী জর্গোস কাউমাউসাকোস প্রকাশ্যেই তার দেশের প্রত্যাশা অনুযায়ী, তুরস্কের ওপর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর নিষেধাজ্ঞা নিয়ে সংশয় প্রকাশ করেছে এথেন্স। জর্গোস কাউমাউসাকোস বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা এড়াতে তুরস্ক চাপ প্রয়োগের কৌশল হিসেবে অভিবাসীদের ব্যবহার করতে পারে। আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউরোপীয় কাউন্সিলের বৈঠকের শীর্ষ এজেন্ডায় রয়েছে তুরস্ক ও গ্রিসের মধ্যকার বিবাদের বিষয়টি। এর আগে প‚র্ব ভ‚মধ্যসাগরে জ্বালানি অনুসন্ধান নিয়ে তুরস্ক ও গ্রিসের মধ্যে চলমান দ্ব›েদ্ব ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) নিরপেক্ষ অবস্থান নেয়ার আহŸান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান। রোববার টেলিফোনে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেলের সঙ্গে কথা বলার সময় এ অনুরোধ জানান এরদোগান। অন্যদিকে চার্লস মাইকেল এক্ষেত্রে বিবাদ নিরসনের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে তিনি উত্তেজনা বৃদ্ধি পাবে এমন কোনো পদক্ষেপ নেয়া থেকে তুরস্ককে বিরত থাকার কথা বলেন। খবর এএফপি। ম‚লত ভ‚মধ্যসাগরের যে এলাকায় তুরস্ক গ্যাস ও তেল অনুসন্ধানের কাজ চালিয়ে যাচ্ছে, সে এলাকা নিজেদের বলে দাবি করছে ইইউ সদস্য গ্রিস। এ নিয়ে ন্যাটোভুক্ত উভয় দেশের সম্পর্ক দিনদিন খারাপ হচ্ছে। এ অবস্থায় বিষয়টি ২৪-২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউরোপীয় কাউন্সিলের সভার আলোচ্যস‚চিতে সর্বোচ্চ গুরুত্ব পাবে। এছাড়া তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির জন্যও চাপ সৃষ্টি করছে কিছু সদস্য দেশ। রোববার টেলিফোনে মাইকেলের সঙ্গে আলাপের সময় তুরস্কের প্রেসিডেন্ট আঞ্চলিক বিভিন্ন ইস্যু বিশেষ করে প‚র্ব ভ‚মধ্যসাগর নিয়ে ইইউ ও এর সদস্য দেশগুলোকে দায়িত্বপ‚র্ণ আচরণের অনুরোধ জানান। এক্ষেত্রে তিনি সবাইকে নিরপেক্ষ থেকে বস্তুনিষ্ঠ থাকতে বলেন। গত মাসে গ্রিক দ্বীপ কাসতেল্লোরিজোর কাছে নতুন করে তেল ও গ্যাস অনুসন্ধান শুরু করে তুরস্ক। আঙ্কারার এ পদক্ষেপ মোটেই ভালোভাবে নেয়নি গ্রিস কর্তৃপক্ষ। তেল ও গ্যাস অনুসন্ধানে তুরস্কের জাহাজ অরুক রেইসকে মোতায়েন প‚র্ব ভ‚মধ্যসাগরের শান্তি হুমকিতে ফেলছে বলে জানায় দেশটি। এথেন্স জানায়, তুরস্কের এ আগ্রাসনের বিরুদ্ধে সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হবে। আনাদোলু, রয়টার্স, আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।