বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রামের উলিপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে খেওয়ারপাড় গ্রামে। এ ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে গতকাল সোমবার উলিপুর থানায় মামলা দায়ের করেছেন। বর্তমানে ভিকটিম কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, পৌর শহরের রামদাস ধনিরাম খেওয়ার পাড় গ্রামের ওই শিশু (৬) স্থানীয় একটি বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়াশুনা করে। গত রোববার বিকালে ওই শিশু বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশি শহিদুল ইসলামের পুত্র নুর আমিন ওরফে ভোলা (১৩) শিশুটিকে খেলার কথা বলে তার বাড়িতে নিয়ে যায়। এ সময় ভোলার বাড়িতে লোকজন না থাকার সুযোগে সে শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটির কান্না শুনে ভিকটিমের মা ও দাদি দৌড়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। শিশুটিকে চিকিৎসার জন্য উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করেন। পুলিশ অভিযান চালিয়ে ওই কিশোরকে গ্রেফতার করেন।
উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন, শিশুটির উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষা সম্পূর্ণ করার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, ধর্ষনের অভিযোগে গ্রেফতারকৃত কিশোরকে সোমবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।