Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাছি মারতে গিয়ে উড়ে গেল ঘর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

একটি মাছি মারতে গিয়ে নিজের বসতবাড়ির একাংশই উড়িয়ে দিয়েছেন এক ব্যক্তি। এই ঘটনা ঘটেছে ফ্রান্সের ডরডোন এলাকার পারকোল-চেনড গ্রামে। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, প্রায় ৮০ বছর বয়সী এক ব্যক্তি রাতের খাবার খেতে বসতে যাচ্ছিলেন। ঠিক এসময় তার চারপাশে ভনভন করতে শুরু করে এক মাছি। এতে বেশ বিরক্তই হন ঐ ব্যক্তি। এরপর বাসায় থাকা মশা-মাছি মারবার ইলেকট্রিক র‌্যাকেটটি হাতে তুলে নেন। কিন্তু কে জানতো, ঘরের কোণায় রাখা গ্যাস ক্যানিস্টারটি লিক হয়ে এরই মধ্যে রান্নাঘরের মধ্যে জমে গেছে বেশ কিছু পরিমাণ দাহ্য গ্যাস। যেই না তিনি মাছিটিকে মারবার জন্য র‌্যাকেটের সুইচ অন করেছেন, সেই মুহূর্তে বাতাসে ভাসমান গ্যাসের সংস্পর্শে এসে র‌্যাকেটের বৈদ্যুতিক স্ফুলিঙ্গ বেশ বড়সড় বিস্ফোরণ ঘটিয়ে ফেলে। এতে পুরোপুরি ধসে যায় রান্নাঘর, ক্ষয়ক্ষতি হয় বাড়ির ছাদেরও। তবে ঐ ব্যক্তির তেমন কিছু হয় নি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাছি

৯ সেপ্টেম্বর, ২০২২
৮ সেপ্টেম্বর, ২০২০
১২ এপ্রিল, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ