Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহামারি যুক্তরাষ্ট্রে বৈষম্য বৃদ্ধি করেছে : পাওয়েল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

দরিদ্র আমেরিকানদের নভেল করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব বয়ে বেড়াতে হচ্ছে বলে জানিয়েছেন ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান জেরোমি পাওয়েল। তার মতে, শিগগিরই এ প্রভাব থেকে মুক্তি মিলছে না। স্থানীয় সময় শুক্রবার তিনি বলেন, মহামারী যে দেশে আগে থেকেই বর্তমান বৈষম্যকে আরো বাড়িয়ে তুলছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। জেরোমি পাওয়েলের মতে, কভিড-১৯-এর প্রভাবে যারা জীবিকা হারিয়েছেন, তাদেরকেই সহায়তা করা প্রয়োজন। কারণ এ বিপর্যয়ে তারাই সবচেয়ে বেশি অসহায় অবস্থায় রয়েছে। আর এক্ষেত্রে তাদের কোনো হাতও নেই। মহামারীর প্রভাবে বর্তমানে মার্কিন নিম্নবিত্তদের জীবনে বিপর্যয় নেমে এসেছে। নিম্ন আয়ের মানুষের তেমন কোনো সঞ্চয় না থাকায় দীর্ঘমেয়াদি বেকারত্ব তাদের জন্য অস্তিত্ব সংকটে পরিণত হয়েছে। এ অবস্থায় দরিদ্রদের সহায়তার জন্য তিনি দেশের সর্বশক্তি প্রয়োগের কথা জানান। কারণ তার মতে, দরিদ্র এ মানুষগুলো কোনো দোষ করেনি। বিশেষ করে যেসব পরিবার মহামারীর কারণে তাদের বাসস্থান হারিয়েছে, তাদের জন্য ফেডের চেয়ারম্যান গভীর উদ্বেগ প্রকাশ করেন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ