Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

চোরাচালান নিয়ে সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

বাল্লা সীমান্তের টেকেরঘাট গ্রামে দু’দল চোরাকারবারির মধ্যে সংঘর্ষে ইয়াকুত (৪৫) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষের একজন গুরুতর আহতসহ ৫ জন আহত হয়েছ। গতকাল শনিবার রাতে গাজীপুর ইউনিয়নের সীমান্তবর্তী টেকেরঘাটে এ ঘটনা ঘটে।
এলাকাবাসি ও পুলিশ জানায়, টেকেরঘাট গ্রামের কুখ্যাত চোরাকারবারি ইয়াকুত ও একই গ্রামের রমজান আলীর মাঝে চোরাচালানের মালামাল কেনাবেচা নিয়ে কথাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মাঝে সংঘর্ষ বাধে। এতে ইয়াকুত এবং রমজান গুরুতর আহত হয়। এলাকাবাসি আহত ইয়াকুত ও রমজানকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। ইয়াকুত হাসপাতালে পৌছার আগেই রাজার বাজার নামক স্থানে প্রাণ হারায়। রমজানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়।
রমজানের অবস্থা সঙ্কটাপন্ন রমজান এবং ইয়াকুত ভারতে চুরি করতো সম্প্রতি সময়ে তারা ছেড়ে চোরাচালানি যোগ দেয়। স্থানীয় আসামপাড়া বাজার থেকে মটরসুটি, ছোলা, ডাল ও ইলিশ মাছ কিনে ভারতের ত্রিপুরাতে পাচার করতো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চোরাচালান

৮ ফেব্রুয়ারি, ২০২২
১৪ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ