Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ এক চোরাচালানি আটক

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২২, ৩:৫৯ পিএম

ভারতে পাচারের আগে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে দুটি স্বর্ণের বারসহ এক চোরাচালানিকে আটক করেছে বিজিবি।
বুধবার (১৬ মার্চ) বেলা ১১ টার দিকে আটক হওয়া চোরাচালানির নাম শাহারুল ইসলাম (২৫)। তিনি কলারোয়ার উত্তর ভাদিয়ালী গ্রামের আতিয়ার সরদারের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আল- মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, মাদরা ক্যাম্পের টহলদল কলারোয়া সীমান্তের রাজাপুর পোড়া মাঠের মেহগুনি বাগানে অভিযান চালায়।
এসময় ২৪৯ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ শাহারুল ইসলামকে আটক করা হয়।
আটক স্বর্নের মূল্য ধরা হয়েছে ১৪ লাখ ৯৪ হাজার ২৪৯ টাকা।
আটককৃত আসামীকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চোরাচালানি আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ