মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীন-ভারত সীমান্ত উত্তেজনা ক্রমেই বাড়ছে। এ উত্তেজনার মধ্যে নতুন নতুন উপসর্গ দেখা যাচ্ছে। এবার ভারত দাবী করেছেন তাদের ৫ নাগরিককে তুলে নিয়ে গেছে চীন। এবং অভিযোগ ভারত এর আগে করেছে। ভারতীয় মিডিয়া চীনের বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ উত্থাপন করছে একের পর এক।
জানা গেছে, লাদাখ নিয়ে উত্তেজনা-আলোচনার ভেতর ভারত দাবি করল, অরুণাচল প্রদেশ থেকে তাদের পাঁচজন নাগরিককে তুলে নিয়েছে চীনের পিপল’স লিবারেশন আর্মি (পিএলএ)।
কংগ্রেস বিধায়ক এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী নিনং ইরিংয়ের দাবি, পাঁচ যুবক মাছ ধরতে গিয়েছিলেন। সেখান থেকেই তাদের অপহরণ করে চীনা সেনারা।
গতকাল আপার সুবানসিরি জেলার নাচোয় জঙ্গলে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ কংগ্রেস বিধায়কের। এ ব্যাপারে কেন্দ্রকে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
নিনং ইরিং বলেন, ‘চীনের পিপলস লিবারেশন আর্মি অরুণাচল প্রদেশের সুবানসিরি নাচো থেকে পাঁচজনকে অপহরণ করেছে। এটি এমন সময়ে ঘটেছে যখন রাজনাথ সিং রাশিয়া ও চীনের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন। পিএলএ-র এই কাজ খুব ভুল বার্তা দিল।’
ভারতীয় গণমাধ্যম অরুণাচল টাইমস ৫ যুবকের নাম প্রকাশ করেছে: তনু বকর, প্রসাদ রিংলিং, নাগরু দিরি, দংতু ইবিয়া এবং তোচ সিংকাম।
লাদাখ ও ডোকলামের পরে অরুণাচল প্রদেশেও চীনা সেনাবাহিনী আক্রমণ শুরু করেছে বলে দাবি কংগ্রেস বিধায়কের। তিনি বলছেন, ‘চীনারা আবারও উপদ্রব শুরু করেছে। লাদাখ ও ডোকলামের মতো অরুণাচল প্রদেশেও আক্রমণ শুরু করেছে। প্রমাণিত হয়েছে যে তারা নিয়ন্ত্রণ রেখা ছাড়িয়ে আমাদের এলাকায় প্রবেশ করেছে।’ চীনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।