Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি জুলাইয়ে বেড়েছে ১৯%

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

গত জুলাইয়ে পণ্য ও সেবা খাতে বাণিজ্য ঘাটতি পূর্ববর্তী মাসের তুলনায় ১৮ দশমিক ৯ শতাংশ বেড়ে ৬ হাজার ৩৫৬ কোটি ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে দেশটির আমদানি বেশ বেড়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর কিয়োডো। নভেল করোনাভাইরাস মহামারীর প্রভাব থেকে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিটি যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে, জুলাইয়ের আমদানি-রফতানি উপাত্তে উঠে এসেছে। জুলাইয়ে যুক্তরাষ্ট্রের রফতানি ৮ দশমিক ১ শতাংশ বেড়ে ১৬ হাজার ৮১১ কোটি ডলারে দাঁড়িয়েছে। এ নিয়ে টানা দুই মাস যুক্তরাষ্ট্রের রফতানি বেড়েছে। অন্যদিকে আমদানি ১০ দশমিক ৯ শতাংশ বেড়ে ২৩ হাজার ১৬৭ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা ১৯৯২ সালের পর থেকে সর্বোচ্চ, যখন থেকে এ তুলনামূলক উপাত্ত রাখা শুরু হয়। দেশ অনুযায়ী জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ৯২ দশমিক ৩ শতাংশ বেড়ে ৩৬০ কোটি ডলারে দাঁড়িয়েছে। চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি ১১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৩ হাজার ১৬২ কোটি ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে মেক্সিকোর সঙ্গে বাণিজ্য ঘাটতি ৬ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৬৪ কোটি ডলারে দাঁড়িয়েছে। ‘আমেরিকা ফার্স্ট’ নীতির মাধ্যমে প্রধান বাণিজ্য অংশীদারদের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চীন ও জাপানের মতো বৃহৎ বাণিজ্য অংশীদারদের সঙ্গে আংশিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। তবে গত ডিসেম্বরে চীন থেকে শুরু হওয়া কভিড-১৯ মহামারীতে বিশ্বের অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রের অর্থনীতি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ সংক্রমণ এড়াতে বেশির ভাগ মানুষ ঘরে অবস্থান করছে এবং বাইরে বেরোতে পারছে না। অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ও কারখানা সীমিত সক্ষমতায় পরিচালিত হচ্ছে। আগামী নভেম্বরের নির্বাচনের আগেই অর্থনীতি খুলতে ট্রাম্প তোড়জোর চালালেও নতুন করে সংক্রমণ বৃদ্ধিতে তা কঠিন ঠেকছে। এ পর্যন্ত দেশটিতে ৬০ লাখ আমেরিকান কভিড-১৯-এ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১ লাখ ৮০ হাজারেরও বেশি। কিয়োডো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ