Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গনোরিয়া আক্রান্তে শত বছরে সর্বোচ্চ রেকর্ড ব্রিটেনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩ এএম

ইংল্যান্ডে গনোরিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে, যা গত ১০০ বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। গত বছর দেশটিতে ৭০ হাজার ৯৩৬ জন গনোরিয়ায় আক্রান্ত হন। এই সংখ্যা ২০১৮ সালের চেয়ে এক চতুর্থাংশেরও বেশি এবং ১৯১৮ সালের পর কোনো বছরে সর্বোচ্চ আক্রান্ত। পাবলিক হেল্থ ইংল্যান্ডের (পিএইচই) এক পরিসংখ্যানে বলা হয়েছে, ২০১৮-১৯ সালে গনোরিয়া, ক্ল্যামিডিয়া এবং সিফিলিসের বৃদ্ধির পরিমাণ ১৫ বছর বা তার চেয়ে বেশি বয়সীদের মধ্যে বেড়েছে। ২০ থেকে ২৪ বছর বয়সীদের এই রোগ ২৮ শতাংশ বেড়েছে। গনোরিয়া একটি যৌনবাহিত রোগ। নিশেরিয়া গনোরি নামক জীবাণু এই রোগের জন্য দায়ী। পুরুষের ক্ষেত্রে সাধারণত প্রস্রাবের সময় জ্বালাপোড়া (ডিজইউরিয়া) ও মূত্রনালি দিয়ে পূজ বের হয়। স্ত্রীলোকের ক্ষেত্রে অনেক সময় কোনো লক্ষণ থাকে না আবার কারো ক্ষেত্রে যোনিপথে পূজ বের হয় এবং তলপেটে ব্যথা হতে পারে। সময়মতো এই রোগের চিকিৎসা না করালে পুরুষ ও নারী উভয়ের ক্ষেত্রেই এই রোগ আশপাশে ছড়িয়ে যেতে পারে এবং পুরুষের এপিডিডাইমিস ও নারীর তলপেটে প্রদাহ সৃষ্টি করতে পারে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ