Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধ্য নাইজেরিয়ায় গুলিতে নিহত ২২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩ এএম

মধ্য নাইজেরিয়ায় দুটি পৃথক হামলায় বন্দুকধারীদের গুলিতে অন্তত ২২ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার নাইজার প্রদেশের দুক্কু ও কাগারা শহরে এ হামলার ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন রাজ্যের নিরাপত্তাবিষয়ক পরিচালক কাবিরু মোহাম্মদ মাইকুন্ডি। প্রথম হামলাটি ঘটে রিজাউ জেলার দুক্কুতে। কয়েক ডজন দুষ্কৃতকারী মোটরসাইকেলে করে এসে হামলা চালায়। এ সময় তারা স্থানীয় রক্ষীদের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়লে ১৮ জন নিহত হয়। মাইকুন্ডি বলেন, নিহতদের সবাই স্থানীয় রক্ষী। এদিকে একই দিনে আরেকটি সশস্ত্র দল রাফি জেলার কাগারায় হামলা চালায়। এ সময় তারা একটি ব্যাংকে প্রবেশ করলেও সেটির ভল্টে ঢুকতে ব্যর্থ হয়। উপস্থিত পুলিশ সদস্যরা তাদের বাধা দিলে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে মারা যায় চার পুলিশ সদস্য। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাইজেরিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ