Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

দেয়ালে ক্লাস মহারাষ্ট্রে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

দেয়ালে লেখা বীজগণিতের নানা সূত্র। গলিতে দাঁড়ানো ছাত্র-ছাত্রীদের সেগুলোই বুঝিয়ে দিচ্ছেন শিক্ষিকা। ভারতের মহারাষ্ট্রের আশা মারাঠি বিদ্যালয়ের প্রধান তাসলিমা বানু হারুন পাঠান। করোনাভাইরাসের মধ্যে স্মার্টফোনের অভাবে অনলাইন ক্লাসে অংশ নিতে না পারা শিক্ষার্থীদের এভাবে পড়াচ্ছেন তিনি। দেয়ালে নানা জিনিস ও জ্যামিতির চিত্র এঁকে গরিব ছাত্র-ছাত্রীদের পড়াচ্ছেন আশা মারাঠি বিদ্যালয়ের আরেক শিক্ষক। করোনাভাইরাস লকডাউনের কারণে ভারতের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। নার্সারি থেকে শুরু করে প্রাইমারি, হাইস্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়-মহামারীর শুরু থেকেই ‘আনলক ফোর’ পর্যন্ত একই অবস্থায় রয়েছে। কার্যত গৃহবন্দি শিক্ষক-শিক্ষিকারা। স্কুল প্রাঙ্গণ থেকে যোজন-যোজন দূরে ছাত্রছাত্রীরা। ব্ল্যাকবোর্ডগুলো চক-ডাস্টারের অপেক্ষায় রয়েছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহারাষ্ট্র

৫ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ