Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাদক পার্টি থেকে গ্রেফতারির পরও বিজেপি নেতার শ্যালককে মুক্তি এনবিসির

বিস্ফোরক মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

শাহরুখপুত্র আরিয়ান খানের গ্রেফতরি নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। তিনি আগেই এনসিবির সঙ্গে বিজেপির যোগসাজশের অভিযোগ এনেছিলেন। এবার নবাবের দাবি, মুম্বাইয়ের প্রমোদ তরীর মাদক পার্টিতে হাজির ছিলেন এক বিজেপি নেতার ঘনিষ্ঠ আত্মীয়ও। এনসিবির হাতে ধরাও পড়েছিলেন তিনি। কিন্তু পরে তাঁকে ছেড়ে দেয় এনসিবি। এই ঘটনার ভিডিও পোস্টও করেছেন এনসিপির মুখপাত্র নবাব মালিক।

গতকাল টুইটারে একটি চাঞ্চল্যকর ভিডিও পোস্ট করেন নবাব। সঙ্গে লেখেন, প্রমোদ তরী থেকে গ্রেফতরির পর তিনজনকে এনসিবি দফতর থেকে বেরিয়ে আসতে দেখা যায়। সঙ্গে পোস্ট করেন একটি ভিডিও। মহারাষ্ট্রের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী নবাব মালিকের অভিযোগ, এনসিবি প্রমোদ তরীর মাদক পার্টি থেকে আটকের পরও তিনজনকে মুক্তি দিয়েছিল। তাদের মধ্যে ঋষভ সচদেব, প্রতীক গাবা এবং আমির ফার্নিচারওয়ালা। এর মধ্যে ঋষভ মুম্বইয়ের বিজেপি যুবমোর্চার প্রাক্তন সভাপতি মোহিত কম্বোজের শ্যালক বলে খবর। নবাব মালিকের আরও অভিযোগ, এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে অসত্য বিবৃতি দিয়েছিলেন। উনি জানিয়েছিলেন, ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। তিনি আরও জানান, স্থানীয় পুলিশ ঘটনার উপর নজর রাখছিল। তারা জানিয়েছে, সেই রাতে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু এনসিবি সকালে ৮ জনের নাম জানায়। কারণ, আগেই তিনজনকে ছেড়ে দেওয়া হয়। সংবাদ প্রতিদিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ