মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের মহারাষ্ট্রের মন্ত্রী নওয়াব মালিক তার মনের সাধ প্রকাশ করেছেন এভাবে- ভারতের ক্ষমতাসীন দল বিজেপি যদি ভারত, পাকিস্তান এবং বাংলাদেশকে একত্র করে একটি রাষ্ট্রে পরিণত করে তবে তাকে স্বাগত জানানো হবে। গতকাল রোববার এক বিবৃতিতে নওয়াব মালিক বলেন, বিজেপি এমন কোনো পদক্ষেপ নিলে তার দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) সেটা মেনে নেবে।
এর কয়েকদিন আগে সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফাদনাভিস বলেছেন, এমন সময় আসবে যখন পাকিস্তানের করাচি ভারতের অংশ হয়ে যাবে।
বিজেপি নেতা দেবেন্দ্র ফাদনাভিসের মন্তব্যের জেরে নওয়াব মালিক বলেন, বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের এক রাষ্ট্র হওয়া উচিত। মালিক আরো বলেন, যদি বার্লিন ওয়াল ধ্বংস হতে পারে তাহলে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত কেন এক হতে পারবে না?
নওয়াব মালিক আরো জানিয়েছেন, আগামী বিএমসি নির্বাচনে শিব সেনা এবং কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়তে চায় তার দল এনসিপি। বর্তমানে মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাদি (এমভিএ) সরকারের অংশ শিব সেনা ও কংগ্রেস।
নওয়াব মালিক বলেন, আরোগ্য সচিবালয় প্রত্যেক জেলায় একজন করে উপদেষ্টা পাঠিয়েছে যাদের মাধ্যমে কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া সম্ভব হবে। তিনি বলেন, আমরা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ সফল হয়েছি। অনেক রাজ্যেই সংক্রমণ বাড়তে থাকায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে মহারাষ্ট্রের অবস্থা এমন নয়। তিনি বলেন, এখানে কোভিড পরিস্থিতি এমন নয় যে লকডাউন দিতে হবে। সূত্র : এনডিটিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।