Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বকেয়া পরিশোধ করবে না বলে ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২০, ৭:৫০ পিএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বকেয়া পরিশোধ করবে না বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন, ডব্লিউএইচও-এর তহবিলে আর কোনও অর্থ দেবে না যুক্তরাষ্ট্র। এবার তার দেশ ঘোষণা দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্বের বকেয়াগুলোও আর পরিশোধ করা হবে না।এই পাওনার পরিমাণ ৬২ মিলিয়ন ডলার। -রয়টার্স

যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই অর্থ প্রদান করা হবে জাতিসংঘের অন্যান্য সংস্থায়। তবে এক ডলারও যুক্তরাষ্ট্র নিজেদের কাছে ফেরত নেবে না বলেও জানানো হয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের ভ্যাকসিন গবেষণা, উৎপাদন এবং সুষ্ঠুভাবে বিতরণের লক্ষ্যে কোভিড-১৯ ভ্যাকসিন গ্লোবাল অ্যাক্সেস (কোভ্যাক্স) নামে একটি উদ্যোগ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতোমধ্যে ১৭০টিরও বেশি দেশ এতে অংশ নিচ্ছে বলে জানিয়েছে।

তবে বৈশ্বিক এ উদ্যোগে যোগ দিচ্ছে না যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন জানিয়ে দিয়েছে, করোনা মহামারি তারা একাই মোকাবিলা করবে। ওই ঘোষণার একদিন পরই ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে পাওনা পরিশোধ না করার বিষয়টি জানানো হলো। গত জুলাইতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। কিন্তু এটি কার্যকর হতে আরো এক বছর সময় লাগবে বলে তখন বলা হয়েছিলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ