Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮৩ অভিবাসীকে আটকের ঘটনা অনভিপ্রেত -আসকের বিবৃতি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩৪ পিএম

ভিয়েতনাম ও কাতার ফেরত মোট ৮৩ জন বাংলাদেশিকে কারাগারে পাঠানো হয়েছে। ভিয়েতনাম থেকে আসা ৮১ জন নানা অপরাধম‚লক কর্মকান্ডে জড়িয়ে পড়ার ফলে আন্তর্জাতিক পরিমন্ডলে তারা বাংলাদেশের ভাবম‚র্তিক্ষুন্ন করেছেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আদালতে উপস্থাপন না করেই অভিবাসীদের ৫৪ ধারায় আটক দেখিয়ে সরাসরি কারাগারে পাঠানোর ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) তীব্র নিন্দা প্রকাশ করেছে। গতকাল বুধবার এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, এই অভিবাসীদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত নিশ্চিত না করে তাদের জেলে পাঠানো প্রকৃত সত্যতে আড়াল করার অপচেষ্টা। অতি দ্রæত তাদের মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। একইসঙ্গে আসক সুষ্ঠু তদন্তসাপেক্ষে রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি করেছে।
আসক জানায়, গত জুলাই মাসে প্রতারণার শিকার অভিবাসী শ্রমিকেরা দেশে ফেরার দাবি জানিয়ে ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসের সামনে অবস্থান নিয়েছিলেন। এ সময় সরকার অভিযোগ করে যে, এই শ্রমিকেরা ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাস দখল করতে গেছেন। এরপর শ্রমিকেরা দেশে ফিরলে দুই সপ্তাহের কোয়ারেন্টিন শেষে গত ১ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে তুরাগ থানার পুলিশ গ্রæপভিত্তিকভাবে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মস‚চি পালনসহ বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক কর্মকাÐ ঘটাতে সলাপরামর্শ করার অভিযোগ এনে কারাগারে প্রেরণ করে।
আসকের মতে, অভিবাসীদের বিরুদ্ধে তোলা অভিযোগগুলো তদন্ত না করে তাদেরকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে, এটা নিন্দনীয়। এতে অভিবাসীদের মতপ্রকাশ ও সমবেত হওয়ার অধিকার লঙ্ঘিত হয়েছে। যা অন্যান্য অভিবাসীদেরকে নিজেদের প্রতি হওয়া অন্যায় ও অবিচার নিয়ে কথা বলতে নিরুৎসাহিত করবে। এতে রিক্রুটিং এজেন্সি ও সংশ্লিষ্ট সুবিধাভোগীরা লাভবান হবে। তাদের কর্মকাÐ যথাযথ পর্যবেক্ষণ ও বিচারের আওতায় আসবে না। বাংলাদেশ এবং ভিয়েতনাম উভয় গেøাব্যাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশনে স্বাক্ষর করেছে; যেখানে অভিবাসী শ্রমিকদের কর্ম পরিবেশ নিয়ে মতপ্রকাশ ও সমাবেশ করার অধিকারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি বৈদেশিক আয়ের উৎস এ অভিবাসীদের অধিকার রক্ষায় সরকারকে আরও বেশি সংবেদনশীল হতে হবে এবং দায়িত্ব নিতে হবে। ##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ