মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গ্রিসের প্রবল আপত্তি এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) হুমকি সত্তে¡ও প‚র্ব ভ‚মধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান বাড়াচ্ছে তুরস্ক। আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত ওই অঞ্চলে তুর্কি অনুসন্ধানী জাহাজ ওরুক রেইস তার কার্যক্রম চালাবে বলে ঘোষণা দিয়েছে দেশটি। এদিকে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, তার দেশ প্রতিদ্ব›দ্বী গ্রিসের সঙ্গে আলোচনার পক্ষপাতী। এর মাধ্যমে প‚র্ব ভ‚মধ্যসাগরীয় সম্পদের সুষ্ঠু ভাগাভাগি সম্ভব হবে বলে আশাপ্রকাশ করেন তিনি। মঙ্গলবার আলজেরীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, ইউরোপীয় ইউনিয়নের সমর্থনে গ্রিসই ভ‚মধ্যসাগরে উস্কানিম‚লক কর্মকাÐ অব্যাহত রেখেছে। তিনি বলেন, ‘আমরা প‚র্ব ভ‚মধ্যসাগরীয় অঞ্চলের সব পাশের দেশগুলোর সঙ্গে আলোচনার পক্ষে, যার মাধ্যমে সবাই সম্পদের সুষ্ঠু ভাগাভাগি থেকে উপকৃত হতে পারে।’ দুই ন্যাটো সদস্য তুরস্ক ও গ্রিসের মধ্যে সামুদ্রিক পানি সীমা নিয়ে বিরোধ দীর্ঘদিনের। স¤প্রতি তুরস্ক প‚র্ব ভ‚মধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধানকারী জাহাজ ‘ওরুক রেইস’ এবং এর সঙ্গে নৌবাহিনীর যুদ্ধজাহাজের বহর পাঠালে নতুন করে উত্তেজনা শুরু হয়। উভয় পক্ষই প‚র্ব ভ‚মধ্যসাগরে সামরিক মহড়া দিয়েছে। এতে তাদের মধ্যে বড় ধরনের বিরোধের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। দুই সপ্তাহ আগে তুরস্কের ওরুক রেইসকে সঙ্গ দেয়া ফ্রিগেটের সঙ্গে সংঘর্ষ হয়েছে গ্রিক যুদ্ধজাহাজের। দুই দেশের দ্ব›েদ্বর মধ্যে গ্রিসের পক্ষ নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। প‚র্ব ভ‚মধ্যসাগরে উত্তেজনা সৃষ্টির অভিযোগে আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা দেয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।