Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের কৃষ্ণাঙ্গ হত্যায় লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রের উইসকনসিন ও ওরেগন অঙ্গরাজ্যে বর্ণবাদবিরোধী বিক্ষোভ চলার মধ্যেই আরেক কৃষ্ণাঙ্গকে হত্যা করলো লস অ্যাঞ্জেলস শেরিফের দুই সহকারী কর্মকর্তা। কর্তৃপক্ষ বলেছে, যানবাহন বিধি লংঘনের কারণে সাইকেল চালাতে বাধা দিলে ওই ব্যক্তি নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তি করেন। নিহত ওই ব্যক্তিকে শনাক্ত করেছে তার পরিবারের সদস্যরা। তার নাম ডিজন কিজি। সিবিএস লস অ্যাঞ্জেলস এক প্রতিবেদনে জানায়, ঘটনাস্থলে ২৯ বছর বয়সী কিজিকে মৃত ঘোষণা করা হয়। কিজিকে গুলি করার স্থানে জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা এবং ন্যায় বিচারের দাবিতে শতাধিক লোক শেরিফের স্টেশনের দিকে রওনা দেন। তাদের কেউ চিৎকার করে বলছিল ‘তার নাম বলো’ এবং ‘বিচার নেই, শান্তি নেই’, খবর লস অ্যাঞ্জেলস টাইমসের। শেরিফের লেফটেন্যান্ট ব্র্যান্ডন ডিন বলেছেন, দক্ষিণ লস অ্যাঞ্জেলস স্টেশনের দুই ডেপুটি যানবাহন বিধি লংঘনের জন্য বাইসাইকেলের এক আরোহীকে শনাক্ত করেন এবং তাকে থামাতে যান। কিন্তু পায়ে হেঁটে ওই ব্যক্তি পালিয়ে যান এবং যখন কর্মকর্তারা তাকে ধরে ফেলেছিলেন, তখন তিনি এক ডেপুটির মুখে ঘুষি মারেন এবং তার পোশাকের ভেতর থেকে কিছু একটা পড়ে যায়। ডিন সাংবাদিকদের বলেছেন, ‘ডেপুটিরা পোশাকের নিচ থেকে পড়া জিনিসটা দেখে বুঝতে পারে সেটা একটা কালো সেমি-অটোমেটিক হ্যান্ডগান, ঠিক ওই সময়ই গুলি করার ঘটনা ঘটে।’ এটা স্পষ্ট নয় যে, গুলি করার সময় ওই ব্যক্তির হাতে বন্দুক ছিল কিনা। ডিন বলেছেন, ডেপুটিদের সঙ্গে এখনও কথা বলেননি তদন্ত কর্মকর্তারা, ‘তার কাছে আগ্নেয়াস্ত্র ছিল এবং ডেপুটিকে মেরেছিল।’ কোনও প্রত্যক্ষদর্শী কিংবা মোবাইল ফোন ভিডিও ফুটেজও পায়নি লস অ্যাঞ্জেলস শেরিফ, ‘আমাদের তদন্ত করার জন্য একটু সময় দিন। রয়টার্স, এএফপি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ