বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামের পতেঙ্গায় ভয়াবহ বিস্ফোরণে নিহত হলেন রাউজানের সৈয়্যদ মোহাম্মদ নেওয়াজ উদ্দিন (২৩)। বুধবার বেলা পৌনে ১২টার দিকে পতেঙ্গার ১৪ নম্বর ঘাটের কাছে ইন্ট্রাকো কনটেইনার ডিপোতে এ বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনা আরও দুইজন নিহত ও তিনজন আহতের খবর পাওয়া গেছে।
নিহত সৈয়্যদ মোহাম্মদ নেওয়াজ রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের বদুপাড়া গ্রামের মৃত জানে আলমের পুত্র। পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চত করেন।
নিহতের মামাত ভাই কাজী শিহাব উদ্দিন বলেন, নিহত নেওয়াজ দুই ভাই এক বোনের মধ্যে সবার ছোট। দশ বছর পূর্বে তার বাবার অকাল মৃত্যু ঘটে। সংসারের হাল ধরতে শিক্ষা জীবনের ইতি টেনে তিন বছর পূর্বে কর্মজীবনে যোগ দেন। তিনি একজন গাড়ির মেকানিক ছিলেন।
যুবক নেওয়াজের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। তার স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।