Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্ক তেল-গ্যাস অনুসন্ধানের সময় বাড়ালো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২০, ১১:২১ এএম

তুরস্ক আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান তৎপরতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। প্রাথমিক ঘোষণা অনুযায়ী ১ সেপ্টেম্বর পর্যন্ত অনুসন্ধান তৎপরতা চালানোর কথা ছিল। ১ সেপ্টেম্বর ওই এলাকায় তুরস্কের অনুসন্ধান তৎপরতা বন্ধ হয়ে যাবে বলে এর আগে ধারণা করা হলেও বাস্তবে তা ঘটেনি। সোমবার আঙ্কারা অনুসন্ধান তৎপরতার সময়সীমা আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে।

নতুন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে প্রতিবেশী দেশ গ্রিস। তুর্কি পদক্ষেপকে বেআইনি আখ্যা দিয়েছে গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে ওই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

গত ২৪ আগস্ট ভূমধ্যসাগরের বিতর্কিত সমুদ্রসীমায় অনুসন্ধান চালানোর ঘোষণা দেয় তুরস্কের গবেষণা জাহাজ অরুচ রেইস। এর আগে সোমবার উত্তেজনা নিরসনে তুরস্ককে আলোচনার আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা। পূর্ব ভূমধ্যসাগরে কোনো একতরফা পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকারও আহ্বান জানায় তারা। তারপরও ওই অঞ্চলে অনুসন্ধান কাজের সময়সীমা বাড়ানোর ঘোষণা দিল তুরস্ক। পার্সটুডে



 

Show all comments
  • Jack Ali ২ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪০ এএম says : 0
    Those who are helping Greece, May Allah curse on them--Ameen
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ