Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের অর্থনীতির মাথা তুলে দাঁড়ানো কঠিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২০, ১০:১২ এএম

তীব্র উত্তেজনার মধ্যে চীন ও পাকিস্তানকে ভাতে মারার ঘোষণা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নিজেই নাজুক অবস্থার মধ্যে পড়েছেন। ভারতের অর্থনীতি এতটা নাজুক অবস্থায় নেমে গেছে মাথা তুলে দাঁড়ানো কঠিন হয়ে পড়েছে।
এদিকে করোনাভাইরাস পৃথিবীর অনেক দেশে হ্রাস পেলেও ভারতে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন সংক্রমণ ও মুত্যুর রেকর্ড গড়ছে দেশটি। তাদের পাশের দেশ পাকিস্তান, নেপাল, আফগানিস্তান ও বাংলাদেশের অবস্থা ভালো হলেও ভারতে এই ভাইরাস মহামারির আকার ধারণ করেছে।
আর এ কারণে ভারতের অর্থনীতি চলতি অর্থ বছরে রেকর্ড পরিমাণ সঙ্কুচিত হয়েছে - দেশটির সরকার এই তথ্য প্রকাশের পর গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

সরকারি পরিসংখ্যান বলছে, ভারতে করোনাভাইরাস মোকাবেলায় লকডাউন শুরুর পর তিন মাসে জিডিপি বা মোট দেশজ উৎপাদন সঙ্কুচিত হয়েছে প্রায় ২৪ শতাংশ যা দেশের ইতিহাসে নজিরবিহীন।

উৎপাদন, নির্মাণ, হোটেল, পরিবহন, আবাসনসহ অর্থনীতির প্রতিটি ক্ষেত্রেই এই সঙ্কোচন দেখা গেছে। এপ্রিল থেকে জুন -- এই তিন মাসের জিডিপি-র সরকারি হিসাবে দেখা যাচ্ছে কৃষি ছাড়া বাকি সব ক্ষেত্রেই সঙ্কোচন হয়েছে অর্থনীতির।

লকডাউনের কারণ দেশটির অর্থনীতি প্রায় স্তব্ধ হয়ে থেকেছে কোভিড মহামারির সময়কালে - শুধু খাদ্যপণ্য এবং ওষুধ উৎপাদন ও বিদ্যুৎ কেন্দ্র ছাড়া ওই সময়কালে সব কিছুই বন্ধ রাখা হয়েছিল। সেজন্য একমাত্র কৃষি ক্ষেত্রে বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩.৪ %।

কিন্তু শুধুই কি লকডাউনের জন্য অর্থনীতির এই রেকর্ড সঙ্কোচন?

অর্থনীতিবিদ প্রসেনজিত বসু বলছিলেন লকডাউনের আগে থেকেই ক্রমাগত সঙ্কুচিত হচ্ছিল ভারতের অর্থনীতি, লকডাউন শুধু 'মরার ওপর খাঁড়ার ঘা' দিয়েছে।

"গত দুবছর ধরে প্রতিটা ত্রৈমাসিকেই ভারতের জিডিপি বৃদ্ধির হার ক্রমাগত কমেছে। বিনিয়োগ যেমন কমেছে, তেমনই কমেছে রপ্তানি। অর্থনীতির মূল অভিমুখটাই ছিল অনেকদিন ধরেই নিম্নগামী। তারওপরে এই লকডাউন হয়েছে - পৃথিবীর মধ্যে সবথেকে কড়া লকডাউন হয়েছে। তার প্রভাব কোভিড সংক্রমিতর সংখ্যায় খুব একটা দেখিনি - কিন্তু অর্থনীতির একেবারে যাকে বলে বারোটা বেজে গেছে," বলছিলেন ড. প্রসেনজিত বসু।

প্রায় ২৪ % সঙ্কোচনের যে হিসাব দেওয়া হয়েছে, তাও অসম্পূর্ণ বলে সরকার নিজেই জানিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এর অর্থ হল সঙ্কোচনটা আরও বেশি হওয়ারই সম্ভাবনা রয়েছে, কারণ অসংগঠিত ক্ষেত্রের সম্পূর্ণ হিসাব হয়তো জোগাড় করা যায় নি।

ভারতীয় সরকারি সূত্রগুলি বলছে যে তিন মাসে এই রেকর্ড সঙ্কোচন হয়েছে, তার পরেই শুরু হয়েছে আনলক পর্ব - যখন ধীরে ধীরে কলকারখানা খুলেছে, অর্থনৈতিক কর্মকান্ড শুরু হচ্ছে। আবার সরকারও নানা প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের হাতে কিছু কিছু অর্থ পৌঁছিয়ে দিয়েছে। তাই পরের তিনমাসে অর্থনীতি কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে। কিন্তু অর্থনীতিবিদ অভিরূপ সরকার বলছিলেন, ঘুরে দাঁড়ানোটা অত সোজা হবে না।
বিবিসি বাংলা



 

Show all comments
  • Mojibur Rahman ২ সেপ্টেম্বর, ২০২০, ১:০৯ পিএম says : 0
    কিছুদিন পর দেখা যাবে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। বিজেপি-আরএসএস বনাম সাধারণ ভারতীয়। ধংস হোক ভারতীয় অর্থনীতি!
    Total Reply(0) Reply
  • গিয়াস উদ্দীন ফোরকান ২ সেপ্টেম্বর, ২০২০, ১:০৯ পিএম says : 0
    মদিকে জঙ্গি মনোভাব পরিহার করে সকলের সাথে ভালো সম্পর্ক করতে হবে
    Total Reply(0) Reply
  • Mohammad Sohel Rana Shemul ২ সেপ্টেম্বর, ২০২০, ১:১০ পিএম says : 0
    ভারত যেভাবে অর্থনৈতিক সমস্যা সমাধান না করে যুদ্ধাস্ত্র কিনতেছে তাতে মনে হয় অচিরেই পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশে পরিণত হবে।
    Total Reply(0) Reply
  • Mohi Uddin ২ সেপ্টেম্বর, ২০২০, ১:১০ পিএম says : 0
    মুসলিম বিদ্বেষ ই ওদের ধ্বংস অবধারিত ইনশাআল্লাহ আল্লাহ তায়ালার পক্ষ হইতে।
    Total Reply(0) Reply
  • MD Nayon ২ সেপ্টেম্বর, ২০২০, ১:১০ পিএম says : 0
    জয় হোক মানবতার ।
    Total Reply(0) Reply
  • Al Amin ২ সেপ্টেম্বর, ২০২০, ১:১১ পিএম says : 0
    চীনের সাথে যুদ্ধ করে অর্থনৈতিক অগ্রগতি ফিরিয়ে আনবে মোদি
    Total Reply(0) Reply
  • Jalal Hosen ২ সেপ্টেম্বর, ২০২০, ১:১২ পিএম says : 0
    বাংলাদেশ সাহায্যের হাত বাড়িয়ে দিবে।
    Total Reply(0) Reply
  • আহমেদ ৩ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৮ পিএম says : 0
    সমস্ত উন্নয়ন কাজ বন্ধ করে মুসলিম নিধন, বাবরি মসজিদ ভেঙে মনদির বানানোর কাজে সর্ব শক্তি দিয়ে কাজ করলে এবং বাংলাদেশের সব কিছু নিয়ন্ত্রণ করতে পারলেই মুদি ১০০% সফল হবে।
    Total Reply(0) Reply
  • Salil Dutta ৪ সেপ্টেম্বর, ২০২০, ১:০৭ এএম says : 0
    এখন কোন দেশের অর্থনীতিই ভালোনা। ভারতের অর্থনীতি দাড়িয়ে তবে একটু বেগ পেতে হবে কারন এতবড় লকডাউন অন্য কোন দেশে হয়নি। COVID 19 পর্ব শেষ হলে খুব বেশী বেগ পেতে হবে না।
    Total Reply(0) Reply
  • Salil Dutta ৪ সেপ্টেম্বর, ২০২০, ১:০৮ এএম says : 0
    এখন কোন দেশের অর্থনীতিই ভালোনা। ভারতের অর্থনীতি দাড়িয়ে তবে একটু বেগ পেতে হবে কারন এতবড় লকডাউন অন্য কোন দেশে হয়নি। COVID 19 পর্ব শেষ হলে খুব বেশী বেগ পেতে হবে না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ