Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

পরিবেশ বাঁচাতে প্লাস্টিক নিষেধাজ্ঞার পথে শ্রীলংকা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২০, ৫:০৫ পিএম

পরিবেশ সুরক্ষা, বন্য হাতি ও হরিণ রক্ষায় প্লাস্টিক পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে দ্বীপদেশ শ্রীলংকা। দেশটিতে প্লাস্টিক বর্জ্য খেয়ে হাতি ও হরিণ মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানিয়েছে শ্রীলংকার পরিবেশ মন্ত্রণালয়। খবর এএফপি।
পরিবেশ মন্ত্রণালয় থেকে জানানো হয়, পলিথিনসহ প্লাস্টিক পণ্য আমদানি বন্ধের জন্য খসড়া আইন প্রস্তুত করা হচ্ছিল। কারণ এসব পণ্যের বর্জ্য শেষ পর্যন্ত দেশটিতে বিপর্যয় সৃষ্টি করছে। বিশেষ করে এ বর্জ্যের কারণে মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে দেশটির বন্যপ্রাণী। মারা যাচ্ছে বন্য হাতি ও হরিণ। এ প্লাস্টিকদূষণ বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেয়া প্রয়োজন।
এদিকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে হাতি ও মানুষের মধ্যে সংঘর্ষে কমিয়ে আনতে একটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশটির বন্যপ্রাণী কর্মকর্তাদের দুই বছরের সময় দিয়েছেন।
কারণ, গত বছর থেকে এ ধরনের সংঘর্ষে দেশটিতে ৬০৭টি হাতি ও ১৮৪ জন মানুষ মারা গেছে। খবর এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ