মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মুসলিমদের উপর হামলা চালতে শ্রীলংকার শীর্ষস্থানীয় এক বৌদ্ধভিক্ষু আহ্বান জানানোর পর থেকে আতংকে ভুগছেন দেশটির সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। একজন মুসলিম ডাক্তার হাজার হাজার বৌদ্ধ নারীকে বন্ধ্যা করে দিয়েছে বলেও অভিযোগ করেন ওই ভিক্ষু।
একটিভিস্ট, রাজনীতিবিদ ও মুসলিমরা জানায় যে গত সপ্তাহে বারাকাগোদা সিরি নানারত্মা যে বক্তব্য দেন তাতে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে। এর কয়েক সপ্তাহ আগে উগ্র বৌদ্ধরা অনেক মুসলিম বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।
ইস্টার সানডের বোমা হামলার জের ধরে ওই দাঙ্গা বাধে বলে মনে করা হয়। ইস্টার সানডের হামলায় ২৫০ জনের বেশি নিহত হয়। আইএস ওই হামলার দায়িত্ব স্বীকার করে। হামলার জন্য শ্রীলংকা সরকার দুটি ছোট মুসলিম গ্রুপকে দায়ি করে। ইস্টার বোমার হামলার জের কাটতে না কাটতেই নানারত্না অভিযোগ করেন যে করুনেগালা জেলায় এক মুসলিম ডাক্তার ৪,০০০ বৌদ্ধ নারীকে বন্ধ্যা করেছে। জাতীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তিনি বলেন, কিছু নারী সন্যাসী বলছেন যে, এ ধরনের ডাক্তারকে পাথর মেরে হত্যা করা উচিত। আমি তা বলবো না। কিন্তু এটাই করা উচিত।
শ্রীলংকার বৌদ্ধ গ্রুপগুলোর মধ্যে অন্যতম বৃহৎ ও পুরনো গ্রুপ আসগিরিয়ার প্রধান এই ভিক্ষু মুসলিম মালিকানাধিন রেস্তোরাগুলো বয়কট করার আহ্বান জানান। মুসলিম হোটেলগুলোতে খাবারের সঙ্গে বন্ধ্যাকরণ ওষুধ মিশিয়ে দেয়া হচ্ছে গুজবের পুনরাবৃত্তি করেন তিনি। নিজের বক্তব্য সমর্থন করে শনিবার নানারত্না বলেন, বেশিরভাগ মানুষ যা ভাবছে আমি সেই কথাই বলেছি। উল্লেখ্য, শ্রীলংকার ২১ মিলিয়ন জনসংখ্যার ৭০ শতাংশ বৌদ্ধ। মুসলিমরা মাত্র ১০ শতাংশ। সূত্র: সাউথ এশিয়ান মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।