Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলংকা ক্রিকেট দলের বাসে হামলাকারী চার জঙ্গি বন্দুকযুদ্ধে নিহত

প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ২০০৯ সালে পাকিস্তান সফরে যাওয়া শ্রীলংকা ক্রিকেট দলের বাসে হামলা ও লাহোরের মুন মার্কেটে আত্মঘাতী হামলায় জড়িত ৪ জঙ্গি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। দেশটির কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এর তথ্যমতে, গত রোববার সকালে লাহোরের মিয়া টাউন বার্জ সংলগ্ন রিং রোডের কাছে এক বন্দুকযুদ্ধে লঙ্কর-ই-জাংভির ওই ৪ সদস্য নিহত হন। সিটিডির বরাত দিয়ে পাকিস্তানের এক্সপ্রেস টিবিউন জানায়, স্থানীয় পুলিশ দপ্তরে খবর আসে লাহোরের মানাওয়া এলাকার একটি ভবনে জঙ্গিরা আস্তানা গেড়েছে। এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করতে গেলে ৮ জঙ্গির একটি গ্রুপ পুলিশের ওপর হামলা চালায়। পাল্টা জবাব দেয় পুলিশ সদস্যরাও। প্রায় এক ঘণ্টার মতো স্থায়ী হয় এ বন্দুকযুদ্ধ। এতে ওই চার জঙ্গি নিহত হয়। পাকিস্তান টুডে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলংকা ক্রিকেট দলের বাসে হামলাকারী চার জঙ্গি বন্দুকযুদ্ধে নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ