Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউড মাফিয়ারা আইন-কানুন মানে না: কঙ্গনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২০, ১০:৫০ এএম

বলিউডে নেপোটিজম বা স্বজনপ্রীতি ইস্যুতে গেল কয়েকমাস ধরেই চড়া সুরে কথা বলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার ইন্ডাস্ট্রির ড্রাগ যোগ নিয়ে সরব হলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ড্রাগ নিয়ে বোমা ফাটালেন এই চিত্রতারকা।

এক সাক্ষাৎকারে পুরনো প্রসঙ্গ টেনে কঙ্গনা রানাউত বলেন, 'আমি বলিউডের এক সুপারস্টারের ড্রাগ নেওয়ার কথা জেনে গিয়েছিলাম। তাই সে আমাকে জেলে পাঠাতে চেয়েছিলেন। লাস ভেগাসে শুটিং করতে গিয়ে দেখলাম উনি এক বিদেশি বান্ধবীর সঙ্গে ছিলেন। আর তার স্ত্রী নিজের মতো করে থাকতো। প্রত্যেক রাতে সেখানে পার্টি হতো, সেখানে তো ড্রাগ জলের মতো বইতো।'

কঙ্গনা আরও বলেন, 'আমার এখনো মনে আছে, অতিরিক্ত ড্রাগ নেওয়ার ফলে ওর ফুসফুসে সমস্যা দেখা দিয়েছিলো, যেটা সবাই জানতো। তবে নানা উপায়ে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছিলো।'

ওই সাক্ষাৎকারে বলিউডের মাফিয়া রাজ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'ইন্ডাস্ট্রিতে বহিরাগতদের কিভাবে ক্ষতি করা হয়? বলিউড মাফিয়ারা আইন-কানুন মানে না। এখানে আন্ডারওয়ার্ল্ডের মতো কাজ করে বলিউড মাফিয়ারা। আর যখনই আপনি বিষয়টি নিয়ে সোচ্চার হবেন, তখনই আপনাকে মানসিক রোগী, অসুস্থ বলে চারিপাশে রটিয়ে দেওয়া হবে।'

এখানেই থেমে থাকেননি কঙ্গনা। অভিনেত্রীর অভিযোগ, বলিউড মাফিয়াদের সঙ্গে ড্রাগ ডিলারদের যোগ রয়েছে। এরা নেপোটিজম, ফেভারিটজম সবকিছুকে পাত্তা দেয়। এদের মধ্যে অনেক স্টারকিডই ছোটবেলা থেকে নেশাই বুদ থাকেন। পরবর্তীতে তারাই অভিনেতা কিংবা পরিচালক হন। তেমনই একজনের সঙ্গে আমি প্রেম করেছিলাম, তারা মদ খেত, ড্রাগ নিত এবং বাইরে ফুর্তি করতো। আর বাড়ির কেউই সেসব জানতো না। পাশাপাশি বলিউডের ড্রাগ পার্টির ভয়ানক অভিজ্ঞতার কথাও বলেন 'কুইন' খ্যাত এই অভিনেত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কঙ্গনা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ