Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন পুলিশের সাত গুলির ৭ম দিনে বিক্ষোভে উত্তাল কেনোসা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২০, ৪:৩৬ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব ব্লেককে পুলিশের ৭ গুলির প্রতিবাদে শনিবার সপ্তম দিনের মতো হাজার হাজার মানুষ উইসকনসিনের কেনোসাতে বর্ণবাদ ও নিপীড়ন বিরোধী বিক্ষোভ প্রদর্শন করেছেন। বলতে গেলে আন্দোলন-বিক্ষোভে উত্তাল ছিল কেনোসা। শনিবারের বিক্ষোভে জ্যাকবের বাবা বলেন, আমার ছেলেকে হত্যার অধিকার পুলিশকে কে দিয়েছে? এসময় তিনি বিক্ষোভকারীদের সহিংসতা এবং ভাঙচুর থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করবো। -বিবিসি

এ সময় তারা ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’, ‘ন্যায়বিচার না থাকলে, শান্তি আসবে না’, ‘সাতটি গুলি, সাতটি দিন’ বলে স্লোগান দেন। ২৯ বছর বয়সী ব্লেককে তার তিন সন্তানের সামনে ৭ বার গুলি করে পুলিশ, গুরুতর আহত জ্যাকব পুনরায় হাঁটতে পারবেন কি না তা অনিশ্চিত। জ্যাকবের ঘটনার পরই উইসকনসিনসহ যুক্তরাষ্ট্রের কয়েটি শহরে অস্থিরতা দেখা দিয়েছে। কেনোসাতে কেন্দ্রীয় বাহিনীর প্রায় ১ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। হোয়াইট হাউজের মুখপাত্র জুড ডিরি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার কোনোসা সফর করবেন। নভেম্বরের নির্বাচনে জয়লাভের ক্ষেত্রে ‘সুইং স্টেট’ হিসেবে পরিচিত উইসকনসিনে জয়ী হওয়ার গুরুত্ব অনেক। জ্যাকবের ঘটনা নিয়ে সরাসরি এখনো কিছু বলেন নি ট্রাম্প। এক সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে বলেছেন, আমি বিষয়টা খুব শক্তভাবে দেখছি। এটা দেখতে আমার ভালো লাগেনি।

এর আগে মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যাকে কেন্দ্র করে বিক্ষোভের তীব্র সমালোচনা করেছিলেন ট্রাম্প। দ্বিতীয়বারের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় ডেমোক্রেট অধ্যুষিত শহরগুলোতে দাঙ্গা ও সহিংসতার নিন্দা জানিয়েছেন। ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের ক্লাইড ম্যাকলোমোর বলেন, প্রেসিডেন্টকে বলতে চাই, বিএলএম সদস্যরা গুন্ডা নয়। তিনি যে আমাদেরকে দোষারোপ করছেন, বিষয়টি ঠিক নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ