মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে কৃষ্ণাঙ্গ ফ্লয়েডতে হত্যা মামলায় অব্যাহতি চাইলেন নির্যাতনকারী সাবেক পুলিশ কর্মকর্তা চৌভিন।এক লিখিত কোর্ট পেপারে তার আইনজীবি বলেছেন, সেকেন্ড ডিগ্রি হত্যা, থার্ড ডিগ্রি হত্যা ও সেকেন্ড ডিগ্রি ম্যানস্লটারের অভিযোগে অভিযুক্ত একজন খালাস পাবার অধিকার রাখেন। কারণ, তিনি স্বেচ্ছায় হত্যা করেননি। -সিএনএন, ফক্স
জানা যায়, ২৫ এপ্রিল মারা যান ফ্লয়েড। তার পিঠ ৮ মিনিট ৪৬ সেকেন্ড হাটু দিয়ে চেপে বসেছিলেন চৌভিন। জর্জ ফ্লয়েডতে গ্রেপ্তারের জন্যে মাটিতে ফেলে তার পিঠে পা দিয়ে আটকে রেখেছিলেন চৌভিন। ফ্লয়েড বারবার বলছিলেন, তিনি শ্বাস নিতে পারছেন না। চৌভিন সে বক্তব্যকে গুরুত্ব দেননি। ঘটনাস্থলেই মারা যান ফ্লয়েড। এই ভিডিও ভাইরাল হলে বিশ্বজুড়ে শুরু হয়ে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ। এদিনই বিক্ষোভকারীরা দাবি তোলেন, ফ্লয়েডের হত্যার জন্যে রাজ্য গাইডলাইনে পরিবর্তন এনে চৌভিনের আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যেন হয়।
রাজ্য অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, বিচারকদের আসলে গাইডলাইনের বাইরে যাবার সুযোগ নেই। পুলিশবিধি অনুযায়ীই হবে এই বরখাস্তকৃত পুলিশ কর্মকর্তার বিচার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।