Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণতন্ত্র এবং বিক্ষোভকারীদের মাঝখানে তিনিই দাঁড়িয়ে : ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২০, ১:৩৬ পিএম

আমেরিকার গণতন্ত্র এবং বিক্ষোভকারীদের মাঝখানে তিনি দাঁড়িয়ে আছেন। নিউ হ্যাম্পশায়ারে নির্বাচনী প্রচার শুরুর আগে এই ভাষাতেই আরেকবার বিরোধীদের তুলোধনা করলেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার নিউ হ্যাম্পশায়ারের প্রচারে ডেমোক্র‌্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেন এবং ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে ঠগ এবং নৈরাজ্যবাদী আখ্যা দিয়েছেন ট্রাম্প।
সূত্রের খবর, রিপাবলিকানদের জাতীয় সম্মেলন এবং নিউ হ্যাম্পশায়ারের প্রচারের পর বিডেনের প্রায় অনেকটাই কাছাকাছি পৌঁছিয়ে গিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় শনিবার পর্যন্ত বিডেনের পক্ষে সমর্থন ৫০ শতাংশ এবং ট্রাম্পের পক্ষে ৪৪ শতাংশ। শহরতলিতে বিডেনের ভোট অনেকটাই কমিয়ে শ্বেতাঙ্গদের সমর্থন নিজের দিকে টানতে সক্ষম হয়েছেন ট্রাম্প। তবে এখনও বিডেনের পক্ষে সমর্থন অনেকটাই জোরাল অন্যান্য ক্ষেত্রে। বিডেনকে কটাক্ষ করে ট্রাম্প বলেছেন, ‘‌যেই বিডেনের ভোট কমতে শুরু করেছে উনি ভূগর্ভস্থ ঘর থেকে বেরিয়ে ফের ভোটপ্রচার শুরু করেছেন।’‌
শনিবারই টেক্সাসে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ট্রাম্প বলেছেন, তিনি কেনোশা যেতে পারেন এবং সেখানে গিয়ে সুদক্ষ হাতে বিক্ষোভ দমনকারী পুলিশদের অভিনন্দন জানাবেন। হোয়াইট হাউসের তরফে টুইট পোস্টে একথা জানানো হয়েছে। তবে পুলিশের গুলিতে জখম কৃষ্ণাঙ্গ যুবকের সঙ্গে দেখা করতে যাওয়ার কোনও ইঙ্গিত দেননি তিনি। কৃষ্ণাঙ্গ বিক্ষোভে টলমল ট্রাম্পের গদি। এর মধ্যে তাঁর এহেন আচরণ ভোটবাক্সে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে কূটনৈতিক মহল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ