মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বর্ণবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। শুক্রবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক আই হ্যাভ এ ড্রিম বক্তৃতার ৫৭ বছর প‚র্তি অনুষ্ঠানের সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নেন। এ সময় ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনার পাশাপাশি বর্ণবাদ ও পুলিশি নির্যাতন বন্ধের জোর দাবি জানান তারা। শুক্রবার লোকে লোকারণ্য রাজধানী ওয়াশিংটন ডিসি। সবার কণ্ঠেই ছিল প্রতিবাদের সুর। কৃষ্ণাঙ্গদের ওপর নিপীড়নের বিরুদ্ধে আবারও সরব হলেন তারা। বর্ণবৈষম্য বন্ধে ১৯৬৩ সালে এই লিঙ্কন মেমোরিয়ালের সামনে লাখ লাখ মানুষের মাঝে ঐতিহাসিক বক্তব্য দেন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং। সময় ভিন্ন হলেও প্রেক্ষাপট একই। এদিনও সাদা কালোর ভেদাভেদ ভুলে হাজার হাজার মানুষ বর্ণবাদের বিরুদ্ধে এক হন। -ডেইলি মেইল, আল-জাজিরা, এপি। লিংকন মেমোরিয়ালে প্রবেশের প‚র্বে সবার তাপমাত্রা পরীক্ষা করা হয় এবং মাস্ক বাধ্যতাম‚লক করা হয়, পালন করা হয়েছিলো সামাজিক দূরত্ব। ১৯৬৩ সালের ২৮ আগস্ট ওয়াশিংটন ডিসি’র এই ন্যাশনাল মলেই প্রায় আড়াই লাখ মানুষের সামনে বর্ণবাদবিরোধী ভাষণ দিয়েছিলেন মার্টিন লুথার। বিক্ষোভকারীরা পুলিশি সংস্কার এবং ৩ নভেম্বরের নির্বাচনে মার্কিনিদের ভোট দেয়ার আহ্বান জানান। ‘মার্চ অব ওয়াশিংটন’ র্যালিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ একটিই বার্তা দিয়েছেন, ‘যদি আপনি পরিবর্তন চান, ভোট দিন।’ গত মে মাসে শ্বেতাঙ্গ পুলিশের হাঁটুর নিচে পড়ে শ্বাসরোধে নিহত জর্জ ফ্লয়েডকে স্মরণ করে তারা বলেন, ‘আমাদের নাক থেকে তোমাদের হাঁটু সরিয়ে নাও। র্যালিতে দেয়া ভাষণে মার্টিন লুথার কিংয়ের পুত্র লুথার কিং তৃতীয় বলেন, আমাদের গণতন্ত্রের ওপর হাঁটু চেপে রাখা হয়েছে। আমাদের দেশ স্বাধীনতার অক্সিজেন ব্যতীত দীর্ঘদিন ধরে দিনতিপাত করছে। লুথার কিংয়ের ১২ বছরের নাতনী রেইনি কিং বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের প্রজন্ম আমাদের দাদার সমতার স্বপ্ন প‚রণ করবে। নাগরিক অধিকার কর্মী আল শার্পটন বলেন, আমরা এখানে শো করার জন্য আসি নি। আইন প্রণয়ন ব্যতীত প্রতিবাদে কোনো লাভ হবে না। জর্জ ফ্লয়েডের বোন ব্রিজিত ফ্লয়েড বলেন, ‘আমার ভাই আজ কথা বলতে পারছেন না। আমরা তার কণ্ঠ হয়ে উঠেছি। আমরা পরিবর্তন আনবো। কেনোসাতে পুলিশের হাতে সাতটি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি জ্যাকব বেøকের বাবা বলেন, এই রলি যুক্তরাষ্ট্রের বর্ণবাদের আদালত। ডেইলি মেইল, আল-জাজিরা, এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।