Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নগরকান্দায় সিরিজ হামলায় পাকা স্থাপনা ঘরবাড়ি ভাংচুর, লুট

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২০, ৪:১৭ পিএম

ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে ধারাবাহিকভাবে হামলা করে পাকা স্থাপনাসহ কয়েকটি বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। লুটে নেওয়া হয়েছে বাড়ির সব মালামাল। কেটে ফেলা হয়েছে গাছপালা, খেতের ফসল। এসব বিষয়ে নগরকান্দা থানায় মামলা হয়েছে। এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের বাবুর কাইচাইল গ্রামের হানিফ হোসেন, সেলিনা বেগম গংয়ের সঙ্গে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামের কবির হোসেন ঠান্ডু, আ. রহমান ওরফে ধলা মিয়া, পলাশ মীর, সাজ্জাদ মীর গংয়ের সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এর জেরে কয়েক দফা হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের একাধিক মামলার ঘটনা ঘটে। এক বছর আগে আধিপত্য বিস্তার নিয়ে খুন হন দুজন। সেই খুনের ঘটনায় মামলার কারণে হানিফ হোসেন গংয়ের কয়েকজন জেলহাজতে আটক থাকা এবং গ্রাম ছেড়ে পালিয়ে থাকার সুযোগ নিয়ে প্রতিপক্ষের লোকজন দফায় দফায় বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়; যা ধারাবাহিকভাবে চলছে। আ. রহমান গংয়ের দাপটে এবং অব্যাহত হামলার কারণে বাড়িঘর ছেড়ে অন্যত্র থাকায় হানিফ গংয়ের সমর্থকদের বাড়িঘরে দিনের পর দিন হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এ সময় তারা হানিফ হোসেনসহ কমপক্ষে ১০টি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। গত কয়েক দিন ধরে হামলাকারীরা পাকা ভবনসহ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের পাশাপাশি লুটপাট করে সব কিছু নিয়ে যায়। হৃদয় মিয়া, মাইনুদ্দিন, মহিন, আতিয়ারের বাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সবশেষ গত ২৩ আগস্ট রাতে ২০-২৫ জন হামলাকারী হাতুড়ি, লোহার রড, শাবল, কোদাল, কুড়াল নিয়ে হানিফ হোসেনের বাড়িতে হামলা করে। এ সময় তারা একতলা একটি ভবন হাতুড়ি দিয়ে বেশির ভাগ অংশই গুঁড়িয়ে দেয়। পরে তারা ঘরের মধ্যে থাকা ফ্রিজ, টিভি, ফ্যান, আলমারি, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ সব মালামাল লুট করে। এ ছাড়া বেশ কয়েকটি মেহগনি গাছ, খেতের ফসলও কেটে নেওয়া হয়। এ ঘটনায় নগরকান্দা থানায় সেলিনা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু ও তার সমর্থকরা এসব ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন বলে অভিযোগ করেছেন হামলার শিকার ব্যক্তিরা। এ বিষয়ে কবির হোসেন ঠান্ডু বলেন, প্রতিপক্ষের লোকেরা যে অভিযোগ করেছে তা সঠিক নয়। আমার কোনো লোকজন হামলার সঙ্গে জড়িত নয়।

নগরকান্দা থানার ওসি শেখ মো. সোহেল রানা জানান, দীর্ঘদিন ধরে বিরোধের জের ধরে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাংচুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ